Print

সারাদিন

নাশকতাকারীকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: কমিশনার

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

সারাদিন ডেস্ক

রাজধানীসহ সারা দেশেই বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। এসব নাশকতাকারীদের ধরার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ হাজার টাকা।

আজ সোমবার (৬ নভেম্বর) ডিএমপির সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন ডিএমপি কমিশানার।

হাবিবুর রহমান বলেন, ‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’

থানার কর্মকর্তাদের উদ্দেশে হাবিবুর রহমান বলেন, ‘যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্ব প্রাপ্তরা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পাম্পগুলোর সঙ্গে পুলিশের সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সব সময় রাখতে হবে।’

এদিকে আজ সোমবার (৬ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর ও গাজীপুর মহানগরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর রোববার দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সারাদেশে ১৯টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে যারা যানবাহনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র ও তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের বেশ কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে, আগামীকাল মঙ্গলবার তাদের কোনো কর্মসূচি থাকছে না বলে জানা গেছে।

Nagad
Nagad