সাতকানিয়া উপজেলা আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
সাতকানিয়া প্রতিনিধি:
বিএনপি-জামাতের নাশকতা, নৈরাজ্য প্রতিহত করে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাতকানিয়া উপজেলা আ’লীগের বক্তারা।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় কেরানীহাট হক টাওয়ার চত্বরে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সদস্য মাস্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধ পরিকর। অতীতে কোন সময় জামায়াত-বিএনপির কাছে মানুষ নিরাপদ ছিলো না। বিএনপি-জামাত দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে। তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। তারা যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবেনা। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। যে কোন অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে দেশের মানুষকে সাথে নিয়ে এই জামায়াত বিএনপিকে প্রতিহত করা হবে। নেতৃবৃন্দ বিএনপি-জামাতের নাশকতা, নৈরাজ্য প্রতিহত করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড: আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাইফুদ্দিন হাসান শাহী, মোজাম্মেল হক, জসীম উদ্দিন, মো শাহাজান, সালাউদ্দিন শাহরিয়ার, সাইদুর রহমান দুলাল, নজরুল ইসলাম সিকদার, এডভোকেট শাহাদাৎ হোসেন শাহরিয়ার, চেয়ারম্যান তাপশ কান্তি দত্ত, চেয়ারম্যান ওসমান আলী, চেয়ারম্যান মাহাবুবুল হক সিকদার, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, মজিবুর রহমান, মাস্টার মো ইউনুস, আব্দুল গফুর লালু,, কামাল উদ্দীন, সাইফুর রহমান সুমন, আবুল কালাম, মো আলী,আমিনুল ইসলাম, সোহরাব হোসেন শুভ, হোসাইন মো এরশাদ প্রমূখ।
সারাদিন.৯ নভেম্বর. আর