Print

সারাদিন

‘সমাজের জন্য ক্ষতিকর’ টিকটক নিষিদ্ধ করছে নেপাল

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

সারাদিন ডেস্ক

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ বলছে, জনপ্রিয় এই ভিডিও-শেয়ারিং অ্যাপের ‘অপব্যবহারে’ নেতিবাচক প্রভাব ও সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সদিচ্ছা বিঘ্নিত হচ্ছে। চিনা অ্যাপটি নিয়ন্ত্রণ করার জন্য ক্রমবর্ধমান দাবি রয়েছে বলেও জানিয়েছে দেশটি।

দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ‘দূষিত বিষয়বস্তু’ ছড়াচ্ছে। টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। এরই মধ্যে টেলিকম কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেপালি মন্ত্রী।

তবে নেপালের জোট সরকারের শরিক নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গগন থাপা টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে রোধ করার প্রয়াস। নিষিদ্ধ করার পরিবর্তে সরকারের উচিত প্ল্যাটফর্মটি নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া।

সোমবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

শর্মা আরও জানান, ধারাবাহিকভাবে ‘সামাজিক সম্প্রীতিকে বিঘ্নিত করে এবং পারিবারিক কাঠামো ও সামাজিক সম্পর্ককে ব্যাহত করে’ এমন কন্টেন্ট শেয়ারের জন্য টিকটকের প্ল্যাটফর্ম ব্যবহৃত হওয়ায় এটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকটক ইতোমধ্যেই বিশ্বের বহু দেশেই আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে অনেক দেশই আবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে।

Nagad
Nagad

নেপালের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নেপালে গত চার বছরে ১৬০০ টিরও বেশি টিকটক-সংক্রান্ত সাইবার ক্রাইম মামলা নথিভুক্ত করা হয়েছে।

এর আগে, ২০২০ সালের জুন মাসে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টিকটকসহ বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারতে নিষিদ্ধ হওয়ার আগে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি।