প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
সারাদিন ডেস্ক
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এর মধ্যেই আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। যে ঘোষণায় জানা যাবে–কবে হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। চূড়ান্ত হয়েছে ভাষণের খসড়া।
এদিকে আজ বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ত্যাগে বাধ্য করতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের অনুষ্ঠানের দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-সমমনা দলগুলো।
ইতোমধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলছে প্রশিক্ষণ। কেন্দ্রের অধিকাংশ সরঞ্জাম পৌঁছে গেছে জেলায় জেলায়। প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো। গতকাল মঙ্গলবার জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ নেতারা। তবে, তত্ত্বাবধায়ক সরকার না দিলে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল। সেই দাবিতেই চলছে তাদের আন্দোলন-সংগ্রাম।
এমন এক পরিস্থিতির মধ্যেই আজ বুধবার আসতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা।
গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় দলগুলো, যা ভোর ৬টায় শেষ হয়েছে। এর আগে চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।