প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
সারাদিন ডেস্ক
দাম বাড়ছে আমদানিনির্ভর পণ্যের
এক মাসে নতুন করে ডাল, চিনি, আটা, ময়দা ও ভোজ্যতেলের দাম বেড়েছে।
দেশে ডলার-সংকট চলমান রয়েছে। যেসব নিত্যপণ্য আমদানি করতে হয়, সেগুলোর ঋণপত্র খুলতে অনেক ব্যবসায়ী নির্ধারিত দামে ডলার কিনতে পারছেন না। দিতে হচ্ছে বাড়তি দাম। এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। ডলারের বাজারে অস্থিরতায় গত এক মাসে নতুন করে ডাল, চিনি, আটা, ময়দা ও ভোজ্যতেলের মতো আমদানি করা পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি কমে এসেছে। কিন্তু ডলারের বাড়তি দামের কারণে খুচরা বাজারে বেড়েছে আমদানি করা নিত্যপণ্যের দাম।রাজধানীর মালিবাগ, মগবাজার, রামপুরা, নিউমার্কেট কাঁচাবাজার ও কারওয়ান বাজারে গরুর মাংস এক সপ্তাহের ব্যবধানে ৫০-৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে আমদানি করা নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের। বৃদ্ধির হার কেজিতে ৩০ শতাংশ। এরপর রয়েছে চিনি। দেশে চিনির চাহিদার প্রায় পুরোটাই আমদানি করে মেটানো হয়। খুচরা বাজারে চিনির দাম কেজিতে বেড়েছে ১১ শতাংশ। এ ছাড়া খোলা আটা ৮ শতাংশ, খোলা ময়দা ৯ শতাংশ, মাঝারি দানার মসুর ডাল ২ শতাংশ ও খোলা সয়াবিন তেলের দর প্রায় ২ শতাংশ হারে বেড়েছে। সূত্র: প্রথম আলো
পদত্যাগ করলেন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা
► প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণের পর কার্যকর হবে ► আজ-কালের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে পদত্যাগপত্রের সারসংক্ষেপ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চার দিন পর টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করামাত্রই তা কার্যকর হবে।একাদশ জাতীয় নির্বাচনের সময় ২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। এরপর গতকাল বিকেলে তাঁরা পদত্যাগ করেছেন।বর্তমানে সরকারের মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন—বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন—প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন। সূত্র: কালের কণ্ঠ
৩০০ আসনে প্রার্থী জাতীয় পার্টির
জোট-মহাজোট নয় এককভাবে প্রার্থী দেব : চুন্নু
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন দলটিতে। আজ বেলা ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। নির্বাচন প্রসঙ্গে গতকাল বনানীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, সঠিকভাবে যদি ভোট হয় আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না। সঠিকভাবে ভোট হলে আমরা যদি একটি আসনও না পাই কোনো আপত্তি নেই। যে দল আসন বেশি পেয়ে সরকার গঠন করবে, আমরা তাদের সহযোগিতা করব। জানা গেছে, পার্টির বনানী কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। সূত্র: বিডি প্রতিদিন।
বিচারের ধীরগতিতে দীর্ঘ হচ্ছে শিশুর বন্দিজীবন
বরগুনার আমতলীর খুরিয়া ঘাট এলাকা থেকে ২০১৮ সালের ২০ এপ্রিল ৫৩ পিস ইয়াবাসহ ১১ বছরের এক শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দেওয়া হয়। গত ১২ নভেম্বর এ মামলায় রায় দেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান। রায়ে ওই কিশোরকে তিন বছর আটকাদেশ দিয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই আদালত ২৬ সেপ্টেম্বর বরগুনা সদর উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী সুজন হৃদয় হত্যা মামলায় ১২ শিশুকে ১০ বছর এবং চার শিশুকে সাত বছর করে আটকাদেশ দেন। ওই শিশুদেরও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই শিশুরা প্রাপ্তবয়স্ক হলে অন্য সাজা ভোগ করবে বরগুনা জেলা কারাগারে। কিশোর সুজন হৃদয় ২০২০ সালের ২৬ মে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে খুন হয়। সূত্র: সমকাল
৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি
আড়াইশ আসনে প্রস্তুতি আওয়ামী লীগের
আওয়ামী লীগ জাতীয় সংসদের আড়াইশ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলটি বাকি ৫০ আসন ১৪ দলীয় জোটের শরিক ও সমমনা রাজনৈতিক মিত্রদের ছেড়ে দিতে চায়। তবে প্রয়োজন হলে ৬০ আসন ছাড়তেও প্রস্তুত অথবা সমঝোতার বাইরে কিছু আসন উন্মুক্ত রাখবে আওয়ামী লীগ। সেই লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। বিএনপি নির্বাচনে আসবে না ধরে নিয়েই আসন বণ্টন ও উন্মুক্ত রাখার পরিকল্পনা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের নীতিনির্ধারকরা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও সরকারের একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। বর্তমানে সংসদে আওয়ামী লীগের শরিক ১৪ দলের সরাসরি ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির ৩, জাসদের ৩, তরিকত ফেডারেশন ১ ও বাংলাদেশ জাতীয় পার্টি-জেপি’র ১ জন। এছাড়া ২ জন সংসদ সদস্য রয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র বিকল্পধারা বাংলাদেশের। এই সংসদে জাতীয় পার্টির ২৩ জন সংসদ সদস্য রয়েছেন, যারা সরাসরি ভোটে নির্বাচিত হন। সংরক্ষিত আসনে ওয়ার্কার্স পার্টির ১, জাসদের ১ এবং জাতীয় পার্টির ৪ জন সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।সূত্র জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলো ১৬ থেকে ১৮টি আসন পাওয়ার বিষয়ে সমঝোতায় আসতে পারে। তবে শুরুতে তারা (১৪ দলের শরিকরা) আরও বেশি আসন চাইবে। সূত্র: যুগান্তর
বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বৃহত্তর বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘আরও বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগ যাতে বাংলাদেশে আসতে পারে, সেজন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি।’প্রধানমন্ত্রী গতকাল রবিবার সকালে ‘হোটেল র্যাডিসন ব্লুতে’ ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই-ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন এবং দুদিনব্যাপী ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩-এর উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। ‘আমরা সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করেছি এবং এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এককভাবে কোনো দেশ যদি একখণ্ড জমি চায় আমরা তাও দেব, আবার যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে করতে চাইলে সেটাও করা হবে।’ সূত্র: দেশ রুপান্তর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনএরশাদ নেই, নাটক রয়েই গেছে জাতীয় পার্টিতে
নির্বাচন এলেই আলোচনায় সরগরম হয়ে ওঠে জাতীয় পার্টি (জাপা), শুরু হয় নানা নাটকীয়তা। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় বিগত নির্বাচনগুলোতে এমনটাই হতে দেখা গেছে। এখন এরশাদ নেই। কিন্তু নাটকীয়তা থেকে বের হতে পারেনি তাঁর দল। দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দ্বন্দ্বে দুই পক্ষের সাম্প্রতিক তৎপরতায় আবারও সেই পুরোনো নাটক মঞ্চস্থ হচ্ছে জাপায়।
এ নিয়ে দলটির সূত্রগুলো বলছে, আসলে নির্বাচনে যাওয়ার বিষয়ে কোনো পক্ষেরই আপত্তি নেই, যা কিছু ঘটছে সবই নির্বাচনকে ঘিরে নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার জন্য। জি এম কাদের একক কর্তৃত্বে নির্বাচনের বিষয়ে সব কাজ করতে চান। কিন্তু কাদেরের কাছে হার মেনে গুরুত্বহীন হতে চান না রওশনপন্থীরা। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন দুই পক্ষের নেতারা। ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেবে কি না সেই তথ্য জানতে চেয়ে নিবন্ধিত দলগুলোর কাছে চিঠি পাঠায় ইসি। চিঠির জবাবে আওয়ামী লীগসহ ১০টি দল ইসিতে জোটের বিষয়ে অবস্থান জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে। তবে জাপা দিয়েছে দুটি পৃথক চিঠি। সূত্র: ;আজকের পত্রিকা ।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন হাভিয়ের মিলেই, নতুন রাজনৈতিক যুগ সূচনার ঘোষণা
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী উদারবাদী রাজনীতিবিদ হাভিয়ের মিলেই। স্থানীয় সময় গতকাল রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত হওয়ার পরপরই হাভিয়ের মিলেই আর্জেন্টিনায় নতুন রাজনৈতিক যুগের সূচনা করার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হাভিয়ের মিলেই তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ও পেরনিস্ট অর্থনীতিতে বিশ্বাসী সাবেক অর্থমন্ত্রী সের্হিও মাসাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের মধ্যে মাসা পেয়েছেন ৪৪ শতাংশ এবং হাভিয়ের মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। মূলত নানা কারণেই আর্জেন্টিনার জনগণ সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফের্নান্দেজের শাসনের প্রতি বিরক্ত। মাসা ফের্নান্দেজ প্রশাসনেরই অর্থমন্ত্রী। আর তার প্রভাবই পড়েছে নির্বাচনে। মিলেই এমন এক সময়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যখন দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ২০০ শতাংশ (প্রায় ১৮৫ শতাংশ), দারিদ্র্যের হার ক্রমেই বাড়ছে এবং সব মিলিয়ে দেশের অর্থনীতি একটি মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট মিলেই পরিস্থিতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। সূত্র: আজকের পত্রিকা।
বিএনপির প্রথম দিনের হরতাল
দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ বাস-ট্রেনে আগুন, চলেনি দূরপাল্লার বাস
বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচিতে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে। ৪৮ ঘণ্টার চলমান হরতালের প্রথম দিন গতকাল জামালপুরে ট্রেনের তিন বগিতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সুনামগঞ্জে। হরতালে সকাল থেকে রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেলেও যাত্রীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। দিকে হরতালের প্রথম দিনে বিএনপির ৫১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সারা দেশে ১৮টি মামলায় আসামি করা হয়েছে ২ হাজার ৮৫ জনের অধিক নেতাকর্মীকে। আহত হয়েছে ১০০ নেতাকর্মী।’ জানা যায়, তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের প্রথম প্রহরে জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়। এ ঘটনায় ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়। নামতে গিয়ে আহত হয় অন্তত ১০ জন। সরিষাবাড়ী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, ‘লাইন ক্লিয়ার দেয়ার পর ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিৎকার শুনে গিয়ে দেখতে পাই ক, গ ও আরেকটি বগির আংশিক জ্বলছে। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে চার নারী যাত্রীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’ সূত্র: বণিক বার্তা।
দ্বাদশ সংসদ নির্বাচন: অনলাইনে মনোনয়নপত্র জমা যেভাবে
অনলাইন সিস্টেমে ‘অনাচার’ কমে আসতে পারে বলে মনে করেন সিইসি।
দ্বাদশ সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যে ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস)’ চালু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরই অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পদ্ধতিসহ বেশকিছু তথ্য সম্বলিত পরিপত্র- রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রচলিত পদ্ধতিতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র জমার ব্যবস্থা করা হয়েছে। এ সংক্রান্ত পরিপত্র জারি করে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের জন্য বলা হয়েছে।দ্বাদশ সংসদ নির্বাচন: অনলাইনে মনোনয়নপত্র জমা যেভাবে-অনলাইনে মনোনয়ন জমার পদ্ধতি>>ইসির অফিসিয়াল ওয়েবসাইটে (ecs.gov.bd) গিয়ে ‘অনলাইনে মনোনয়নপত্র দাখিল’ অপশনে ক্লিক করতে হবে অথবা সরাসরি onss.ecs.gov.bd ইউআরএলে প্রবেশ করে মনোনয়ন দাখিলে ইচ্ছুক ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং নির্বাচনি এলাকার নম্বর ও নাম এন্ট্রি করে মনোনয়নপত্রের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সূত্র: বিডি নিউজ
নির্বাচনের আগেই যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আওয়ামী লীগকে
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি শুরু করলেও নির্বাচনকে সামনে রেখে দলটিকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দলের নেতাদের ভাষ্য হলো সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।তাদের আশা বিএনপিসহ বিরোধী দল না হলেও জাতীয় পার্টিসহ আরও অনেকগুলো দলের নির্বাচনী কার্যক্রম ২/১ দিনের মধ্যে শুরু হলে একটি ‘নির্বাচনমূখর’ পরিবেশ তৈরি হয়ে যাবে।রোববার সন্ধ্যায় দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশের মানুষ ‘গণজাগরণের ঢেউ’ তুলেছে। রাজনৈতিক বিশ্লেষক ও বেসরকারি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ-এর চেয়ারম্যান প্রফেসর ডঃ নাজমুল আহসান কলিমউল্লাহ বলছেন নির্বাচন সম্পন্ন করার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারি দল আওয়ামী লীগকে।“বিরোধী দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করাটাই বড় চ্যালেঞ্জ। এমনকি সেই নির্বাচন পর্যন্ত দেশকে নেয়ার মধ্যেও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আওয়ামী লীগকে। তারা কীভাবে সেটি সামাল দিতে চায় সেটিও দেখার বিষয় হবে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।যদিও আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন বলছেন সরকারি দল হিসেবে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনের জন্য সহিংসতা মুক্ত নিরাপদ ও আস্থার পরিবেশ তৈরি করা, যেখানে নির্ভয়ে ভোট দেয়া সম্ভব হবে। সূত্র: বিবিসি বাংলা।