প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
সারাদিন ডেস্ক
র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের লড়াইয়ে সেটা অবশ্য বোঝা যায়নি। বাংলাদেশ লেবাননের সঙ্গে পুরো ৯০ মিনিট সমানতালে লড়ে ১-১ গোলে ড্র করেছে। এই এক পয়েন্ট বাংলাদেশের জন্য বড় প্রাপ্তিই।
দলের যখন বিপর্যয়ে ত্রাতা হয়ে এলেন দলে ফেরা শেখ মোরসালিন। তার দুর্দান্ত গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে লাল সবুজের দল।
মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা বাংলাদেশ ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে। কিন্তু ৭২ মিনিটে শেখ মোরসালিন দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর আর কোনো গোল না হলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এই তরুণ স্ট্রাইকারের গোল। ৭৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান মোরসালিন। এত দূর থেকে গোলের এমন দৃশ্য বাংলাদেশের ফুটবলে দেখা যায় কদাচিৎ। মোরসালিন নয় ম্যাচে চার গোল করে নিজের যোগ্যতা ও সার্মথ্যের প্রমাণ দিয়েছেন।
এই ম্যাচে বাংলাদেশ খেলতে নেমেছিল দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রাকিব ও সাদ উদ্দিনকে বাইরে রেখেই। কার্ডের জন্য তারা একাদশে ছিলেন না। এই দুই পরিবর্তনের সঙ্গে আরো দুই পরিবর্তন আনেন কোচ। ফরোয়ার্ডে ফাহিম ও মোরসালিনের সমন্বয়ে বাংলাদেশ ম্যাচ জুড়ে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল।
লেবানন ম্যাচের প্রথম দিকে নিয়ন্ত্রণ করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ খেলার গতি বাড়ায়।