প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩
সারাদিন ডেস্ক
ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসছে ঘূর্ণিঝড়
মিধিলি’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল। আবহাওয়ার পূর্বাভাসমূলক তথ্য পরিবেশক ভারতীয় একটি কোম্পানি স্কাইমেট ওয়েদারের বরাত দিয়ে গণমাধ্যম দ্য মিন্ট জানায়, এটি হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলো ঘূর্ণিঝড় মিধিলিতে প্রভাবিত হওয়ার পর নতুন এ সতর্কবার্তা এলো। পূর্বাভাস অনুসারে, আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে বলে জানায় স্কাইমেট। সূত্র: সমকাল
গাজীপুরে অবরোধের সকালে দুটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের আগুন
বিএনপির অবরোধের মধ্যে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামের দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩-৪টি মোটরসাইকেলে ৭-৮ জন লোক প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ি গতিরোধ করেন। পরে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা সাতটার দিকে আগুনের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। কাভার্ড ভ্যান সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।’ সূত্র: প্রথম আলো
বিএনপির সমমনারা মত বদলাচ্ছে
সরকারের পতন চেয়ে আন্দোলনরত দলগুলোর অনেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠছে। এত দিন বিএনপির সঙ্গে হরতাল-অবরোধ কর্মসূচিতে থাকা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে তিন দলের জোট ‘যুক্তফ্রন্ট’ গতকাল বুধবার নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। আরো কয়েকটি দলকে নির্বাচনপ্রক্রিয়ায় যুক্ত করার চেষ্টা চলছে। বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, আন্দোলনের এই পর্যায়ে সরকারবিরোধী হিসেবে পরিচিত দলগুলোর নির্বাচনে যাওয়ার ঘোষণায় রাজনৈতিক দৃশ্যপটে বেশ পরিবর্তন আসতে শুরু করেছে।সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা জানান, রাজনৈতিক প্রেক্ষাপট বদল ও নির্বাচনে জিতে আসার সম্ভাবনা থাকায় তাঁরা মত পাল্টিয়েছেন। যুক্তফ্রন্টে আরো কয়েকটি দল যুক্ত হতে পারে। বিএনপির আন্দোলনের জোটসঙ্গী গণতান্ত্রিক মঞ্চের একটি শরিক দলের শীর্ষ নেতা বেশ কয়েক দিন ধরে কর্মসূচিতে অনুপস্থিত। ওই নেতাকে নিয়েও নানা ধরনের গুঞ্জন আছে। সূত্র: কালের কণ্ঠ
কারা হচ্ছেন নৌকার মাঝি
আওয়ামী লীগের প্রার্থী বাছাই শুরু আজ, দৃষ্টি তেজগাঁও কার্যালয়ে ♦ মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্বেগ-উৎকণ্ঠা ♦ বাদ পড়বেন এলাকাবিচ্ছিন্ন, শারীরিকভাবে অসুস্থ ও বিতর্কিতরা ♦ মনোনয়নে থাকছে চমক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই কার্যক্রম আজ শুরু হচ্ছে। সকাল ১০টায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসছে দলীয় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এখানে চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি। খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বৈঠক শুরু হবে আজ সকাল ১০টায়। এ বৈঠক চলবে তিন দিন। সভার প্রথম দিনে আজ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। সব প্রার্থী চূড়ান্ত করে রবিবার তালিকা প্রকাশ করা হতে পারে। সূত্র: বিডি প্রতিদিন ।
গাড়িতে আগুন ঠেকানো যাচ্ছে না
সাদাপোশাকে নজরদারি, মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট (তল্লাশিচৌকি), যাত্রীদের সচেতন করা, এমনকি পুরস্কার ঘোষণা করেও যানবাহনে আগুন দেওয়া ঠেকানো যাচ্ছে না। কখনো ভোরে, কখনো রাতে আবার কখনো দিনদুপুরে সবার সামনেই দুর্বৃত্তরা যানবাহনে আগুন দিচ্ছে। র্যাব ও পুলিশের কর্মকর্তারা অবশ্য বলছেন, যানবাহনে আগুনের ঘটনা শুরুর দিকের তুলনায় অনেকটা কমেছে। তাঁদের দাবি, ঘটনাস্থল থেকে বিএনপির নেতা-কর্মীদের হাতেনাতে ধরার পর থেকেই কমতে শুরু করেছে আগুন লাগানোর ঘটনা। তবে বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ ইচ্ছা করেই কোনো এক পক্ষকে আগুন লাগানোর সুযোগ করে দিচ্ছে, যাতে বিএনপির ওপর দায় চাপানো যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে, বিএনপিসহ বিরোধীদের ডাকা টানা হরতাল-অবরোধে ১৮৫ যানবাহন পুড়েছে। সংস্থাটি বলছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন লাগানো হয়। সূত্র আজকের পত্রিকা ।
১২ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ চালু
হবিগঞ্জের ঢাকা-সিলেট রেল সড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার ১২ ঘণ্টা পর সারা দেশের সাথে সিলেটের রেল চলাচল চালু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনটি অপসারণ করার পর এ লাইন সচল হয়। এর আগে বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এর ফলে ৪টি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দেখা দেয় সিডিউল বিপর্যয়। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের এসআই কামাল উদ্দিন জানান, আখাউড়া থেকে একটি তেলবাহী ট্রেন সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলব্রীজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ হয়। ট্রেনটি রাত ৮টা ১০ মিনিটে লস্করপুর এলাকায় পৌঁছা মাত্রই একটি বিকট শব্দ হয়। এ সময় ট্রেন চালক হার্টব্রেক করেন। সাথে সাথে ট্রেনের ৫ ও ১৪ নম্বার বগি লাইনচ্যুত হয়ে যায়। সূত্র: দেশ রুপান্তর
গাজায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না যুদ্ধবিরতি
চুক্তির পরও আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না গাজা উপত্যকায় যুদ্ধবিরতি। আগামীকাল শুক্রবারের আগে সেখানে হামলা বন্ধ করবে না জানিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাতে এএফপিকে এ তথ্য জানান ইসরায়েলের এক কর্মকর্তা। আর চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি শুরু না হলে জিম্মি করা ব্যক্তিদের মুক্তি দেবে না বলে স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও। ইসরায়েল সরকার ও হামাস বুধবার যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। কিন্তু ইসরায়েল সরকারের পক্ষ থেকে চুক্তি কার্যকর না হওয়ার বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েলের ওই কর্মকর্তা জানান, শুক্রবারের আগে গাজায় হামলা বন্ধ করবে না ইসরায়েল। এর কিছুক্ষণ আগে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি জানিয়েছিলেন, শুক্রবারের আগে হামাসের হাতে জিম্মি হওয়া কাউকে মুক্তি দেওয়া হবে না। সূত্র: সমকাল
আওয়ামী লীগের প্রার্থী বাছাই শুরু আজ
মনোনয়নে থাকবে চমক
প্রতি আসনে গড়ে ১১ জন করে মনোনয়ন চেয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে বেশকিছু চমক থাকবে। অনেক আসনে আসবে নতুন মুখ। প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তি স্থান পেতে পারেন।পাশাপাশি দলের জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। অন্যদিকে বিতর্কিত মন্ত্রী-এমপিসহ স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন নেতাদের প্রার্থী হিসাবে বিবেচনা না করার বিষয়ে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। পাশাপাশি বয়সের কারণে বাদ পড়বেন বেশ কয়েকজন বর্তমান এমপি। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য। আরও জানা গেছে, প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সংস্থার জরিপ, দলের সাংগঠনিক রিপোর্ট, অতীতে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, তৃণমূলে দল ও সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাসহ নানা বিষয় বিবেচনায় নিয়েই প্রয়োজনীয় নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা এগিয়ে থাকবেন, তারাই মনোনয়ন পাবেন। এসব বিষয় মাথায় রেখে সংসদীয় মনোনয়ন বোর্ড প্রার্থী বাছাই শুরু করবে আজ। সূত্র: যুগান্তর
গ্যাসের চাপ কমছে বিবিয়ানায় বিতরণ কোম্পানিকে প্রস্তুতি নিতে বলেছে পেট্রোবাংলা
উৎপাদন ও সরবরাহের দিক থেকে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিয়ানা। জাতীয় গ্রিডে মোট সরবরাহকৃত গ্যাসের ৪০ শতাংশের বেশি আসে মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত গ্যাস ক্ষেত্রটি থেকে। বিবিয়ানায় উত্তোলনযোগ্য মজুদের প্রায় ৯৮ শতাংশ এরই মধ্যে উত্তোলন করে ফেলা হয়েছে। এখান থেকে উত্তোলনকৃত গ্যাসের চাপও এখন কমে আসছে। বিষয়টি নিয়ে বিতরণ কোম্পানি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডকে (জেজিটিডিসিএল) এরই মধ্যে একটি চিঠি পাঠিয়েছে পেট্রোবাংলা। চিঠিতে বিবিয়ানা থেকে গ্যাসের সরবরাহ ও চাপ কমে এলেও যাতে গ্রাহক ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কাঙ্ক্ষিত চাপে গ্যাসের সরবরাহ বজায় রাখা যায়, সে বিষয়ে জেজিটিডিসিএলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে পেট্রোবাংলার অপারেশন্স বিভাগ সূত্রে জানা গেছে। পেট্রোবাংলার চিঠিতে বলা হয়, বাংলাদেশে শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উৎপাদন ও প্রেশার ক্রমবর্ধমানভাবে হ্রাস পাচ্ছে। ভবিষ্যতে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের ওপর নির্ভরশীল গ্রাহক ও বিদ্যুৎ কেন্দ্রকে কাঙ্ক্ষিত চাপে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এতে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটবে। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় কাঙ্ক্ষিত চাপে গ্যাস সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আবশ্যক হয়ে পড়েছে। সূত্র: বনিক বার্তা ্
চুরি থামছে না কুমিল্লা রেলপথে, পুলিশ দুষছে টোকাইদের
পুলিশ বলছে, “বেশিরভাগ ক্ষেত্রেই মাদকবেসী ও টোকাইরা এসব নাটবল্টু চুরি করে ভাঙারি দোকানে নিয়ে বিক্রি করে দেয়।” ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বিভিন্ন স্টেশন এলাকায় একের পর চুরি ঘটনা ঘটেই চলেছে। এ পরিস্থিতিতে রেলপথে ট্রেন চলাচলে ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন রেলওয়ের কর্মরতরা।বারবার চুরির ঘটনার পেছনে নাকশকাতা আঁচ করছেন সংশ্লিষ্ট অনেকে। যদিও এসব ঘটনায় ‘টনক নড়েছে’ না পুলিশের; মাদক বিক্রেতা ও টোকাইদের দুষছেন তারা।রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লার বিভিন্ন স্টেশন থেকে রেলপথের সিগন্যাল পয়েন্ট মেশিনের মোটর চুরির হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে প্রায় ‘চার কোটি টাকার’ মোটর চুরি হলেও জড়িতদের কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। এমনকি উদ্ধার হয়নি চুরি যাওয়া একটি মোটরও। সূত্র: বিডি নিউজ