প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
সারাদিন ডেস্ক
হাতল না ধরে সাইকেল চালালেন ১৩০ কিমি
কানাডার আলবার্টার সাইক্লিস্ট রবার্ট মারে অসাধারণ কীর্তি গড়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন। সম্প্রতি তিনি হাতল না ধরেই ১৩০ দশমিক ২৯ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। এই পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৭ মিনিট। কাজটি করতে গিয়ে তাঁকে নিজের ভারসাম্য ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।
আলবার্টা প্রদেশের ক্যালগারির আলঝেইমার সোসাইটির জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে সাইকেল চালিয়েছেন রবার্ট।রবার্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমার পরিবারে এই রোগ আছে। এ কারণে আমি আমার দাদিকে হারিয়েছি। আমার খুব কাছের মানুষদের জন্য অর্থ সংগ্রহ করার পাশাপাশি রেকর্ড ভাঙা—এটি আমার জন্য ছিল দুবার বিজয়ী হওয়ার মতো।’ সূত্র; প্রথম আলো
ঘুষ নেওয়ার অভিযোগ: লোকসভার পদ হারালেন মহুয়া
ঘুষ নিয়ে পার্লামেন্টে বিশেষ প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্রের ভারতের লোকসভার সদস্য পদ বাতিল করা হয়েছে। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার মহুয়ার সদস্য পদ বাতিল করা হয়। দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহার এবং নগদ টাকা নিয়ে সংসদে গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ রয়েছে মহুয়ার বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে মাত্র একটি অধিবেশন বাকি থাকতে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে মহুয়া মৈত্র জানিয়েছেন, এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। আরো ৩০ বছর লোকসভার ভেতরে ও বাইরে লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি। মহুয়া বলেছেন, ‘মোদি সরকার যদি ভেবে থাকে আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল করছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এবার আমার কাছে সিবিআই আসবে। ছয় মাস আমাকে সিবিআই দিয়ে হেনস্থা করা হবে। সূত্র; প্রথম আলো
ভারতে মোমবাতি কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৬
ভারতে একটি মোমবাতি কারখানায় আগুনের ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন। শুক্রবার পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় এই ঘটনা ঘটে।পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কমিশনার শেখর সিং জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তালাওয়াদে অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ওই কারখানায় স্ফুলিঙ্গ মোমবাতি তৈরি হতো, যা সাধারণত জন্মদিন উদযাপনে ব্যবহৃত হয়। কমিশনার জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। আহতদের পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সূত্র; সমকাল
গাজা নয়, অসহায় বিশ্ব
শহরে শহরে গণগ্রেফতার চালাচ্ছে ইসরাইল
বিধ্বস্ত গাজার অজ্ঞাত এক সড়ক। জিপ-ট্রাক নিয়ে রাস্তায় মারমুখী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সেনারা। আর তাদের সামনেই হাঁটু গেড়ে একের পর এক বসে আছে কয়েক ডজন অসহায় পুরুষ। ইসরাইলের হামলায় বিধ্বস্ত জনশূন্য ভবনটির ঠিক নিচের ফুটপাতেই মঞ্চস্ত হচ্ছে ইসরাইলি নির্যাতনের এ বর্বর দৃশ্য! গ্রেফতারের আগে কী ঘটেছে-তার নীরব সাক্ষী হয়ে আছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জুতো-স্যান্ডেল। অন্তর্বাস ছাড়া আর একটা সুতোও নেই নিরপরাধ-নিরস্ত্র মানুষগুলোর শরীরে। পিঠ মুড়িয়ে পেছনে বাঁধা দুই হাত। মাটির দিকে মুখ করে হাঁটুর ওপর ভর দিয়ে এগিয়ে যাচ্ছে সামনে দাঁড়ানো ‘যমদূতের’ গাড়িতে। তারপর মোটা কাপড়ে চোখ বেঁধে একে একে তাদের গাড়িতে তুলছে সেনারা। অলি-গলি ঘুরে গাজাবাসীকে দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে বালুময় এক প্রান্তরে! কী করুণ দৃশ্য! গোটা বিশ্বের চোখের সামনে কী অমানবিক ধৃষ্টতা ইসরাইলের! অথচ আরব বিশ্বসহ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সবগুলো শক্তিশালী রাষ্ট্রই বেসামরিক জনগণকে হত্যা-নির্যাতন থেকে দূরে থাকতে বলছে ইসরাইলকে। গত ৬৩ দিনে (শুক্রবার পর্যন্ত) এই কথাটিই অন্তত কয়েকশ বার বলেছে ! কিছুতেই ক্ষান্ত হচ্ছে না ইসরাইল। শুনছে না কারও কথাই। পাত্তা দিচ্ছে না বিশ্বের কোনো রাষ্ট্রকেই। গাজায় ইসরাইলের হামলার গত দুই মাসে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা বিশ্বনেতাদের। অবরুদ্ধ এ জনপদের আর্তচিৎকারে প্রতিদিন সেই সত্যটিই ভেসে বেড়ায়-শুধু গাজাবাসী নয়, ইসরাইলের কাছে অসহায় গোটা বিশ্বই। সূত্র; যুগান্তর
এবার পশ্চিম তীরে হামলা চালাতে চায় ইসরায়েল
একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে গতকাল ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজা ভূখন্ডকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার পশ্চিম তীরে হামলা চালাতে চায় ইসরায়েল। গতকাল পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তারা। এ হামলায় প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। সংঘর্ষ বেধেছে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে ইহুদি দেশটির সেনার। ফলে যত দিন যাচ্ছে আরও ভয়ংকর রূপ নিচ্ছে এ যুদ্ধ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। আলজাজিরা জানায়, গতকাল ভোরে পশ্চিম তীরে ফারা শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় ইসরায়েলি সেনা। আটকে দেওয়া হয় অ্যাম্বুলেন্সও।উল্লেখ্য, হামাস সদস্যদের ধরতে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে। সেখানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলের ট্যাংকবাহিনী। এর আগেও এ জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছিল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। সূত্র: বিডি প্রতিদিন।
কপ-২৯কপ-২৯ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানে
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক পরবর্তী শীর্ষ সম্মেলন কপ-২৯ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের নভেম্বরে। এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে আজারবাইজানে। আয়োজকের সম্ভাব্য তালিকা থেকে বুলগেরিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় একমাত্র অবশিষ্ট দেশ হিসেবে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে বাকু। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আয়োজক দেশের তালিকা থেকে বুলগেরিয়ার নাম প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে দেশটি পরিবেশ বিষয়ক মন্ত্রী জুলিয়ান পোপভ পলিটিকোকে বলেছেন, তাঁর দেশ গতকাল শুক্রবার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে চিঠি পাঠিয়েছে জাতিসংঘে। এর একদিন আগে আর্মেনিয়াও নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় এবং আয়োজক হিসেবে বাকুকে সমর্থন দেয়। সূত্র: আজকের পত্রিকা।
ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস রকেট হামলার মুখে পড়েছে। গতকাল শুক্রবার ভোরের দিকে এই আক্রমণ চালানো হয়। দূতাবাসের মুখপাত্র জানান, এতে কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। কেউ এখনো এর দায় স্বীকার করেনি। ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর সিরিয়া ও ইরাকে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে শিয়া মতাবলম্বী ইরানের সমর্থনপুষ্ট যোদ্ধারা। তবে দূতাবাসে হামলার ঘটনা এই প্রথম ঘটল। সূত্র: দেশ রুপান্তর
এআই যেভাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনার পূর্বাভাস করতে পারে
বুকে একটা চিন চিন করা ব্যথা? ডাক্তাররা বলেন ব্যথাটাকে গ্যাস বা অ্যাসিডিটির ব্যথা বলে ধরে না নিয়ে দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছতে হবে, কারণ হার্ট অ্যাটাকের পরে প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চিন চিন করা ব্যথা হওয়ারও অনেক আগে আপনি নিজেই ইঙ্গিত পেতে পারেন যে আপনার হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে কি না।
এর জন্য আপনাকে না হতে হবে বিশেষজ্ঞ, না দরকার ইসিজি মেশিনের মতো যন্ত্র।কিছু বিশেষ ব্র্যান্ডের স্মার্টওয়াচ, স্মার্টফোন বা ডিজিটাল স্টেথোস্কোপের মতো সহজে পাওয়া যায় এমন কিছু যন্ত্র, যা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই আগাম ইঙ্গিত পাবেন যে আপনার হৃদযন্ত্র ঠিকঠাক চলছে কি না। সূত্র: বিবিসি বাংলা্
নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভিটো
ফিলিস্তিনের ছিটমহল গাজায় অবিলম্বে একটি যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা এক প্রস্তাবে ভিটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র দাবি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আনা একটি খসড়া প্রস্তাবনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিটো দেওয়ায় সেটি ভেস্তে যায়। গাজার পরিস্থিতিকে ‘ঘুরপাক খেতে থাকা অমানবিক দুঃস্বপ্ন‘ বলে অভিহিত করেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। গাজার কোনো এলাকাই বেসামরিকদের জন্য নিরাপদ নয় বলে ঘোষণা করেন তিনি।এর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য রাষ্ট্র সমর্থন জানালেও ভিটো দেয় স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সূত্র; বিডি নিউজ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হতে যাচ্ছে আগামীকাল রোববার (১০ ডিসেম্বর)। এর আগে কয়েকটি দেশের কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার লঙ্ঘনজনিত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর রয়টার্স।ব্লিংকেন জানান, মার্কিন অর্থ বিভাগ ও পররাষ্ট্র বিভাগ ১৩টি দেশের ৩৭ জনের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে ২০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে যুক্তরাজ্য ও কানাডা।গত এক বছরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এক ডজন দেশের দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অর্থ বিভাগ নিষেধাজ্ঞা দিলে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ ফ্রিজ করা হয়। মার্কিন নাগরিকেরাও তাদের সঙ্গে লেনদেন করলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকবেন। সূত্র: বণিক বার্তা ।