Print

সারাদিন

জাতীয় আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

সারাদিন ডেস্ক

আমদানিকারকেরা পেঁয়াজের বিকল্প বাজারের খোঁজে, দাম চড়া

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর বাজারে হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আমদানির বড় উৎস বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প দেশ থেকে আমদানি করে চাহিদা মেটাতে হবে। তবে ভারতের রপ্তানি বন্ধের জেরে বিকল্প বাজারগুলোতেও দাম বাড়তে শুরু করেছে।ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। অবশ্য পেঁয়াজের মূল ফলন ওঠার আগে এখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুড়িকাটা নামে আগাম পেঁয়াজের ফলন উঠতে শুরু করেছে। যদিও এই পেঁয়াজ সংরক্ষণ করা যায় না। উৎপাদনও খুব বেশি হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগাম পেঁয়াজ বাজারজাত শুরু হয়েছে। কৃষকেরা যেহেতু ভালো দাম পাচ্ছেন, তাই নতুন পেঁয়াজ বাজারে দ্রুত আসবে। এতে সরবরাহ কিছুটা হলেও বাড়বে। সূত্র: প্রথম আলো

শরিকদের সঙ্গে আ.লীগের বৈঠক আজ, সিদ্ধান্তের অপেক্ষায় জাপা

শরিকদের সঙ্গে আবার বসতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ রবিবার বৈঠকটি হওয়ার কথা। এবারের বৈঠকে আসন্ন নির্বাচনের আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক ঐক্যের বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে কখন, কোথায় বৈঠক হবে, তা জানা যায়নি। এর আগে গত বুধবার জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের পর আর আনুষ্ঠানিক আলোচনায় বসেনি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জাতীয় পার্টি। জোটের শরিকদের নিয়ে বৈঠকের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। গতকাল বিকেলে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) ১৪ দলের সবার সঙ্গে বৈঠকে বসা হবে। সূত্র: কালের কণ্ঠ

৯৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর তিন দেশের নিষেধাজ্ঞা

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত ৯৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। এর মধ্যে ১৩ দেশের ৩৭ ব্যক্তি বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় এসেছে। যুক্তরাজ্য সরকার ৪৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে। এ ছাড়া মিয়ানমারের জান্তাপ্রধানসহ ১৩ ব্যক্তির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে কানাডা সরকার। ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার নতুন করে তিনটি দেশ সমন্বিত এ পদক্ষেপ নিয়েছে। ১০ ডিসেম্বরকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। নিষেধাজ্ঞার এই দীর্ঘ তালিকায় আছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মানব পাচার থেকে শুরু করে আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি ও হাইতির জনগণকে শোষণকারী গ্যাং নেতারা। জোরপূর্বক শ্রমে বাধ্য করায়ও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে। অটোয়া ও লন্ডনকে নিয়ে সমন্বিত পদক্ষেপের কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মিত্রদের সঙ্গে সমন্বিত হলে মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধির জন্য আমাদের পদক্ষেপ শক্তিশালী এবং আরও টেকসই হয়।’তিনি বিবৃতিতে বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতে আনার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর দিকটিতে দৃষ্টি দেওয়া হয়েছে। যুদ্ধ বা সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতায় জড়িতরা, জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা ব্যক্তিরা এবং অন্য দেশের মানুষের ওপর নিপীড়নকারীরা এর আওতায় পড়েছে। এসব আচরণের জন্য জবাবদিহিকে উৎসাহিত করবে আমাদের পদক্ষেপ। সূত্র: সমকাল

Nagad
Nagad

আজ থেকে শুনানি শুরু
প্রার্থিতা চেয়ে আপিলে ৩ শতাধিক স্বতন্ত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ৪২৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন। বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলেন। নানা করণে মনোনয়নপত্র বাতিল হয়েছে এমন শতাধিক স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে কোনো আবেদন করেননি। শনিবার বিকালে আপিল দায়েরের সময় শেষ হয়েছে।
এই নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে ২৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। ১-৪ ডিসেম্বর এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে দলীয় এবং স্বতন্ত্রসহ ৭৩১ জনের প্রার্থিতা বাতিল হয়। বৈধ প্রার্থী হিসাবে টিকে যান ১৯৮৫ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপি) অনুযায়ী, প্রার্থিতা ফিরে পেতে এবং বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল- এই দুই দাবিতে নির্বাচন কমিশনে আপিল করা যায়। ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত আপিলে মোট ৫৬১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩২টি আবেদনে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চাওয়া হয়। বাকি ৫২৯টি আপিলে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের শতাধিক প্রার্থী রয়েছেন। বাকিরা স্বতন্ত্র। যে ৩২ জনের প্রার্থিতা বাতিলে ইসিতে আপিল জমা পড়েছে, তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের। এ তালিকায় বিএনপি থেকে আওয়ামী লীগ যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর ও চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও (নওফেল) রয়েছেন। সূত্র: যুগান্তর

আওয়ামী লীগের আনুকূল্য চায় ২৮ দলই
১৪ দলের শরিকরা চায় নৌকা॥ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি, বিএনএম ও ইসলামী দলগুলো চায় আসন সমঝোতা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৯ দলের ২৮টিই আওয়ামী লীগের আনুকূল্য পেতে চায়। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর কেউই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হতে রাজি নয়। ভোটে অংশ নেওয়া অন্তত ২০টি দল সরাসরি নৌকায় নির্বাচন করতে আগ্রহী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন শরিক ১৪ দলের নেতারা চান নৌকা প্রতীকে ভোট করতে। আর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিভিন্ন ইসলামী দল, কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, বিএনএমসহ সব দলই চায় আসন সমঝোতা। তারা চান তাদের পছন্দের আসনগুলোতে নৌকা প্রতীকসহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যাতে না থাকে। নিশ্চিত জয় চান তারা। সে কারণে আনুকূল্য পাওয়ার জন্য এখন আওয়ামী লীগের কাছে ঘুরঘুর করছে ভোটে অংশ নেওয়া সব দল। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছেন। শেষ পর্যন্ত কয়টি দল আওয়ামী লীগের কাছ থেকে আনুকূল্য পাচ্ছে তা জানার জন্য হয়তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানা যায়, নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। তারমধ্যে ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। রাজপথের বিরোধী দল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৫টি দল ভোটে যাচ্ছে না। নিরপেক্ষ সরকারের দাবিতে নির্বাচনে না যাওয়া দলগুলো আন্দোলন করে যাচ্ছে। আসন সমাঝোতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি একাধিক বৈঠক করলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। বৈঠকের বিষয়বস্তু নিয়েও কঠোর গোপনীয়তা অবলম্বন করছে দল দুটি। সূত্র: বিডি প্রতিদিন।

বিআইডিএসের সম্মেলন ‌‌
ব্যাংকে সুশাসনের অভাব থেকে তৈরি হচ্ছে খেলাপি ঋণ —গভর্নর

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী দিনে গতকাল এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক ও দেশের অর্থনীতির অনিশ্চয়তা এবং পলিসি চ্যালেঞ্জ নিয়ে এ বিশেষজ্ঞ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এছাড়া আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সিনিয়র সচিব শরিফা খান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানসহ খ্যাতনামা অর্থনীতিবিদ-গবেষকরা। আলোচনায় গভর্নর তার বক্তব্যে বলেন, ‘চলমান অর্থনৈতিক ‌সংকট মোকাবেলায় আমরা শক্ত রাজনৈতিক অঙ্গীকার দেখছি। এখানে কোনো ঘাটতি নেই। ব্যাংকিং কোম্পানি আইন পাসের মাধ্যমে রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ পেয়েছে। তাছাড়া আর্থিক খাতের কোম্পানি আইন হয়েছে।’ সূত্র: বণিক বার্তা ।

ধীরগতিতে চলছে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপনের কাজ
জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রমতে, ২০২০ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত, তিন বছরে ১৮ হাজার প্রতিষ্ঠানে বসেছে ইএফডি মেশিন। পাশাপাশি ৫০০ প্রতিষ্ঠানে সেল্ফ কন্ট্রোলার মেশিন বসাতে পেরেছে এনবিআর। যদিও ৫ বছরে সাড়ে তিন লাখ প্রতিষ্ঠানে এই ইএফডি বসানোর পরিকল্পনা ছিল সরকারি সংস্থাটির।

ভ্যাট ফাঁকি বন্ধ করে রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তির ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘটা করে উদ্ভোধন, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ নানান কার্যক্রম দেখা গেলেও এখনো পর্যন্ত ইএফডি বসানো হয়েছে খুব অল্প সংখ্যক। জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রমতে, ২০২০ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত, তিন বছরে ১৮ হাজার প্রতিষ্ঠানে বসেছে ইএফডি মেশিন। পাশাপাশি ৫০০ প্রতিষ্ঠানে সেল্ফ কন্ট্রোলার মেশিন বসাতে পেরেছে এনবিআর। যদিও ৫ বছরে সাড়ে তিন লাখ প্রতিষ্ঠানে এই ইএফডি বসানোর পরিকল্পনা ছিল সরকারি সংস্থাটির। কিছু প্রতিষ্ঠানে ইএফডি বসানো হলেও এই মেশিন ব্যবহারে ব্যবসায়ীদের অনিচ্ছার অভিযোগও রয়েছে। ফলে ভ্যাট খাতে এনবিআরের অটোমেশন এখনও বহুদূরে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, ভালো প্রতিষ্ঠানকে টেন্ডার না দেওয়া, করোনার কারণে লকডাউন ও ডলার সংকটের কারণে ইএফডি মেশিন স্থাপনের কাজ সেভাবে এগোয়নি। পাশাপাশি ব্যবসায়ীদের আগ্রহ না থাকার কারণেও কার্যক্রমটি ঠিকভাবে সামনে যেতে পারেনি বলে দাবি তাদের। যদিও ইএফডি বসানোর মাধ্যমেই ভ্যাট খাতে রাজস্ব বাড়ানোর উদ্দেশ্য ছিল সংস্থাটির। রাজস্ব বাড়াতে অটোমেশনের মতো এতো গুরুত্বপূর্ণ একটি কাজে দীর্ঘদিন আটকে থাকা দুঃখজনক মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

অসহিষ্ণু রাজনীতি ম্লান মানবাধিকার

স্বস্তিদায়ক অবস্থায় নেই দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি। অসহিষ্ণু রাজনীতির প্রতিহিংসা ও সংঘাতে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই মলিন হচ্ছে। কয়েক মাস ধরে বিরোধীপক্ষের নেতাকর্মীদের নামে অব্যাহত মামলা, হয়রানি, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার মতো বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে দেশ-বিদেশে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। রাজনৈতিক সহিংসতায় প্রাণ যাচ্ছে রাজনৈতিক কর্মী, পুলিশসহ নিরীহ মানুষের। তেমনি কারাবন্দি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা, বিরোধী নেতাকর্মীদের বাড়িতে সশস্ত্র হামলা, গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া হওয়া, আসামিকে না পেয়ে বাবা, মা ও স্বজনদের আটক কিংবা গ্রেপ্তারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। সূত্র: দেশ রুপান্তর

আওয়ামী লীগে স্বতন্ত্রের বাধা ১২৭ আসনে

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়ানোর কৌশল হিসেবে দলের নেতা-কর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সেই নমনীয়তাই ভোটের মাঠে নৌকার জন্য চ্যালেঞ্জ ডেকে আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, যেসব এলাকায় আওয়ামী লীগের নেতাদের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক, সেখানে নৌকার বিরুদ্ধে স্থানীয় নেতারা ভোটে দাঁড়িয়েছেন। মনোনয়নবঞ্চিত বর্তমান এমপিদের পাশাপাশি স্থানীয় সরকারের অনেক জনপ্রতিনিধিও পদত্যাগ করে ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন। বিরোধপূর্ণ এলাকাগুলোয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজও শুরু করেছেন। কয়েকটি আসনে বর্তমান প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগের নেতাদের বিষোদ্গার করতেও দেখা যাচ্ছে। এমনকি পরস্পরকে প্রকাশ্যে হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে। এ কারণে অনেক জায়গায় সহিংসতার আশঙ্কাও করা হচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতা যেভাবে বেড়েছে, তাতে এক-তৃতীয়াংশের বেশি সংসদীয় আসনে নৌকার প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন বলে মাঠপর্যায়ে কথা বলে জানা গেছে। সারা দেশ থেকে আজকের পত্রিকার প্রতিনিধিদের দেওয়া তথ্যমতে, ১২৭টি আসনে নৌকার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন ১৭৮ জন স্বতন্ত্র প্রার্থী, যাঁরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে বেশ প্রভাবশালী। এই প্রার্থীরা নৌকাকে চ্যালেঞ্জ জানাতে পারেন। সূত্র: আজকের পত্রিকা।

‘আজ শোডাউনের পরিকল্পনা বিএনপি সমমনাদের’

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি নিয়ে দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, ‘আজ শোডাউনের পরিকল্পনা বিএনপি সমমনাদের’।প্রতিবেদনে বলা হচ্ছে, মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার ঢাকা ও সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপিসহ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে রাজপথে যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো।দীর্ঘদিন হরতাল, অবরোধের পর প্রথম প্রকাশ্যে কর্মসূচি এটি। এই কর্মসূচি ঘিরে বড় ধরনের শোডাউনের পরিকল্পান করছে দলগুলো। বিএনপির পক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো করার কাজ করছে।
বিএনপি নেতারা বলছেন, ‘গুম, খুনের শিকার নেতাকর্মীদের পরিবার, স্বজন, কারাবন্দি নেতাদের স্বজনসহ নির্যাতিত-নিপীড়িত জনগণ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’ সূত্র: বিবিসি বাংলা।