প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
সারাদিন ডেস্ক
যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপি অভিযোগে করা আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন। কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ আপিল শুনানি করেন।
আপিলের বাদী বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে এনামুল হক বাবুল জনতা ব্যাংক থেকে ২১ কোটি ৭২ লাখ টাকা ঋণ নেন। যে টাকা তিনি পরিশোধ করেননি। কিন্তু ঋণ খেলাপির বিষয়টি তার হলফনামায় উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসারের কাছে আপিল করেছিলাম। নির্বাচন কমিশনে আজ সেই আপিলের শুনানি হয়েছে। শুনানিতে আমার পক্ষে রায় এসেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল বলেন, প্রার্থিতা বাতিলের খবর শুনেছি। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আপিল করব।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ২ হাজার ৭১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছিল। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছিলেন ১ হাজার ৯৮৫ জন প্রার্থী। ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে থেকে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছিলেন।
চতুর্থ দিনের মতো আজ নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে শুনানি শুরু হয়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আজ বিকেল ৪টা পর্যন্ত ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হয়।