Print

সারাদিন

ইসরায়েলি সকল জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

সারাদিন ডেস্ক

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এবার গাজায় আগ্রাসনের জেরে বন্দরগুলোতে ইসরায়েলি মালিকানাধীন জাহাজের প্রবেশে ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মালয়েশিয়া।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের একটি বিবৃতিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আনোয়ার ইব্রাহিমের কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের জিআইএম শিপিং কোম্পানির উপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে তা রোধে ইসরায়েলগামী যে কোন পণ্যবাহী জাহাজের ওপরেও আসতে পারে নিষেধাজ্ঞা।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর মালয়েশিয়া ছাড়াও বেশ কিছু দেশ ইসরায়েলের নিন্দার পাশাপাশি নিষেধাজ্ঞাও দিয়ে আসছে। এর মধ্যে অবৈধ আবাসন স্থাপনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা, দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাত হাজারের বেশি বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কট করার পদক্ষেপ উল্লেখযোগ্য। এদিকে ইসরায়েলের পক্ষে দক্ষিণ আফ্রিকার যে নাগরিকরা যুদ্ধ করছে তাদের বিচারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।