প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
সিলেট সংবাদদাতা:
এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি সিলেট-ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
এর আগে, সকাল ১০টায় প্রচারণা শুরু করেন মোমেন। এসময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ড. মোমেন ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করা হবে।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. মোমেন।