Print

সারাদিন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৩০ বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার ১১/ই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ও ১১ নম্বর ব্লকে আগুনে ৩০টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার (৩০ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত অর্ধশতাধিক ঘর।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল আমিন বলেন, রাত ২টার দিকে আগুন লাগে। এতে ১১/ই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ও ১১ নম্বর ব্লকের ২৫টির বেশি ঘর পুড়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ২৫-৩০টি ঘর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অর্ধশত ঘর। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে।

৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, আগুনে ২৫-৩০টি ঘর পুড়েছে। আশপাশের ঘরে যেন আগুন না লাগে সেজন্য অনেক ঘর টেনে নামিয়ে ফেলা হয়েছে। এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডস্থলের আশপাশের অর্ধশতাধিক ঘর।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়ার ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Nagad
Nagad