প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
সারাদিন ডেস্ক
উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা আঁতশবাজি ফোটানো যাবেনা। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে-বলে জানিয়েছেন জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
এ সময় দেশবাসীকে উচ্ছৃঙ্খলতা পরিহার করে নতুন বর্ষ উদযাপন করার আহ্বান জানান।
তিনি বলেন, উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা আঁতশবাজি ফোটানো যাবেনা। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে গুলশান ২ নম্বর গোল চক্করে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
এ সময় দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে কে জিতবে, কে হারবে তা আমাদের বিষয় না। সন্ত্রাসী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত।
র্যাব মহাপরিচালক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ চলছে। তবে বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার যাতে কেউ না করতে পারে সে বিষয়েও সতর্ক রয়েছে র্যাব। নির্বাচনে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।