Print

সারাদিন

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

সারাদিন ডেস্ক

বছর শেষে আইএমএফের শর্ত পূরণ হয়নি রিজার্ভে
২০২৩ সালে প্রকৃত রিজার্ভ রাখার কথা ১ হাজার ৭৭৮ কোটি ডলার।
বছর শেষে প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬৭৫ কোটি ডলার।
আগামী মার্চ শেষে রিজার্ভ রাখতে হবে ১ হাজার ৯২৬ কোটি ডলার।

সদ্য বিদায়ী বছর শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী নিট বা প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ। আইএমএফ বাংলাদেশকে যে ঋণ দিয়েছে সেই নথিপত্র অনুযায়ী, ডিসেম্বর শেষে প্রকৃত রিজার্ভ থাকার কথা ছিল ১ হাজার ৭৭৮ কোটি মার্কিন ডলার। তবে বছর শেষে প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬৭৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকৃত রিজার্ভ হলো দায়হীন রিজার্ভ। প্রকৃত রিজার্ভের হিসাব কীভাবে হবে, সেই সূত্রও ঋণ দেওয়ার সময় বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল আইএমএফ। সংস্থাটি ঋণের শর্ত হিসেবে নির্দিষ্ট সময় পরপর কী পরিমাণ প্রকৃত রিজার্ভ রাখতে হবে, তা-ও ঠিক করে দেয়। সেই অনুযায়ী, প্রতি তিন মাস পরপর আইএমএফের শর্ত মেনে রিজার্ভ সংরক্ষণ করতে হচ্ছে।এর আগে গত সেপ্টেম্বরেও আইএমএফ শর্ত অনুযায়ী রিজার্ভের লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। পরে বাংলাদেশের অনুরোধে রিজার্ভ সংরক্ষণের লক্ষ্য কমিয়ে দেয় সংস্থাটি। ডিসেম্বর শেষে সংশোধিত লক্ষ্যও অর্জন করা সম্ভব হয়নি। প্রকৃত রিজার্ভ হলো আইএমএফের এসডিআর খাত, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে রাখা ডলার ও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিলের জন্য জমা থাকা ডলার বাদ দিয়ে যে হিসাব হয়, সেই রিজার্ভ। এর বাইরে রিজার্ভের আরও দুটি হিসাব রয়েছে। তার একটি হলো মোট রিজার্ভ। আরেকটি আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রক্ষিত রিজার্ভ। গত বছর শেষে মোট রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ৭০০ কোটি ডলার। তবে আইএমএফের চাওয়া শুধু নিট বা প্রকৃত রিজার্ভ কত হবে, সেটা। সূত্র: প্রথম আলো

শ্রম আইন লঙ্ঘনের মামলা
ড. ইউনূসের ছয় মাসের কারাদণ্ড
যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপর শাস্তি পেলাম, ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন। রায়ে সাজা হলেও দণ্ডপ্রাপ্ত চারজনের কাউকেই জেলে যেতে হয়নি। রায় ঘোষণার পরপরই জামিন আবেদন করা হলে এক মাসের মধ্যে আপিল করার শর্তে তাঁদের এক মাসের জামিন দেন বিচারক। রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, ‘যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপর শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম। বছরের প্রথম দিন দুঃখটা মনে রয়ে গেল।’মামলায় শ্রম আইনের যেসব ধারা লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছিল, তার সব কয়টিতে ড. ইউনূসসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। সূত্র: কালের কণ্ঠ

রাজধানীতে জনসভায় শেখ হাসিনা
ভোট বন্ধের ক্ষমতা নেই বিএনপির
আমরা মানুষের হৃদয় জয় করে ভোট পাই ভোট চুরি করতে হয় না। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। অনেক বুদ্ধিজীবী মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে। কার কত মূল্য দাঁড়িপাল্লায় মেপে দেখতে হবে

দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনার ভোট আপনি দেবেন, কেউ যেন ঠেকাতে না পারে। বিএনপির ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। এরা মানুষকে ভোটদানে বিরত রাখতে চেষ্টা করছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ভোট চুরি করতে পারবে না, তাই নির্বাচন করবে না। মানুষের ভোটের অধিকার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে- এত সাহস তাদের নেই। তারা পারবে না। গতকাল বিকালে রাজধানীর কলাবাগানে এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে জনগণের ভোট কেড়ে নিতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রত্যেকে পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। এর মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দেবেন। নতুন ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তরুণ সমাজ ও তারুণ্যই হচ্ছে আমাদের অগ্রদূত। যারা প্রথম ভোটার হয়েছে, তাদের আহ্বান করব… নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমরা মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, চুরির প্রয়োজন হয় না। তারা (জিয়া-এরশাদ) ভোট চুরি করে, এটা আমার কথা না। হাই কোর্টের রায় আছে, জিয়ার ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। বিকাল ৩টায় জনসভাস্থলে আসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে উঠেই তিনি জাতীয় পতাকা নিয়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান এবং অভিবাদনের জবাব দেন। সূত্র: বিডি প্রতিদিন ।

Nagad
Nagad

২০২৩ সালে ঢাকার আবাসনে পছন্দের শীর্ষে মিরপুর-উত্তরা
বিশেষজ্ঞরা বলছেন, মূলত মেট্রোরেলের কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এসব এলাকায় আবাসনের চাহিদা বেড়েছে।

যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়া ও তুলনামূলক কম দামের কারণে ঢাকায় বসবাসের জন্য মিরপুর ও উত্তরা এলাকায় সবচেয়ে বেশি মানুষজন বাড়ি খুঁজছেন বলে উঠে এসেছে একটি বিশ্লেষণে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত মেট্রোরেলের কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এসব এলাকায় আবাসনের চাহিদা বেড়েছে।অন্যদিকে দাম বেশি হলেও মিরপুর ও উত্তরায় বসবাসের পরিবেশ ভালো থাকায় পছন্দের তালিকায় বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাটের চাহিদা তৃতীয় স্থানে রয়েছে বলে বিশ্লেষণে দেখা গেছে। দেশে ভূমি ও অ্যাপার্টমেন্ট কেনাবেচার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বি-প্রপার্টির করা এক সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, ঢাকার আবাসন খোঁজা মানুষের মধ্যে মিরপুরে খুঁজেছেন সর্বোচ্চ ২৬.৬৮ শতাংশ, উত্তরাতে ১২ শতাংশ, বসুন্ধরাতে ৮.৩৬ শতাংশ এবং ধানমন্ডিতে খুঁজেছেন ৭.৪৮ শতাংশ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বি-প্রপার্টির কাছে চাহিদা আসা ৬৫ হাজার গ্রাহকের তথ্য পর্যালোচনা করে এসব তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

দাপুটে নেতা, তবু ভোটে নেই ৫৩ এমপি

দাপুটে নেতা হিসেবে বরগুনা-২ আসনের তিন-তিনবারের সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের এলাকায় রয়েছে নামডাক। ২০১৪ সালের নির্বাচনে ৮৬ শতাংশের বেশি ভোটে এমপি হন। ২০১৮ সালে বিএনপি প্রার্থীর ৯ হাজার ৫১৮ ভোটের বিপরীতে তাঁর বাক্সে ভোট পড়েছিল ২ লাখ ৩২৫। সেবার প্রায় ৯৫ শতাংশ ভোট পেলেও এবার এমপি শওকতকে আওয়ামী লীগ বেছে নেয়নি। দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ারও আগ্রহ দেখাননি। যদিও বিএনপিহীন ৭ জানুয়ারির সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহ দিয়েছিল আওয়ামী লীগ। তবু শওকত হাচানুর রহমান রিমনের মতো নৌকার বর্তমান ৪৮ এমপি এবারের নির্বাচনের মাঠে নেই। তাদের কেউ কেউ টানা তিনবারের এমপি এবং অধিকাংশই গত নির্বাচনে ৭০ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত ভোট পেয়ে সংসদে পা রাখেন। বিপুল জনপ্রিয়তার প্রমাণ দেওয়া এই এমপিরা দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের গুরুতর অভিযোগে জনপ্রিয়তা হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সাহস দেখাননি বলে আলোচনা রয়েছে। যদিও মনোনয়ন না পাওয়া এই এমপিদের দাবি, দলের সিদ্ধান্তের প্রতি ‘আনুগত্য’ দেখিয়ে তারা প্রার্থী হননি। স্বতন্ত্র প্রার্থী মাত্র ১৯ এমপি -একাদশ সংসদের ৭৮ দলীয় এমপিকে এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাদের সাতজন নৌকা পেয়েও হারান সমঝোতার কারণে। ফলে তাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। ছয় বর্তমান এমপির আসনে তাদের সন্তান কিংবা পরিবারের সদস্যরা মনোনয়ন পেয়েছেন। এ হিসাবে মনোনয়ন না পাওয়া এমপির প্রকৃত সংখ্যা ৬৫। দলের বাধা না থাকলেও তাদের মাত্র ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টির (জাপা) চার মনোনয়নবঞ্চিত এমপির দু’জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ হিসাবে ১৯ এমপি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের দুই এমপি নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। সূত্র: সমকাল

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি: মুনাফা দেখালেও নিট লোকসান

নতুন বছরের শুরুর দিনেই বিদায়ী বছরের অনিরীক্ষিত পরিচালনা মুনাফা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। মুনাফা জানাতে প্রতিষ্ঠানটি অনেকটা ঢাকঢোল পিটিয়ে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজনও করে। ব্যাংকের পক্ষে থেকে জানানো হয়, গত বছরে (২০২৩ সাল) ৩ হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। কিন্তু ব্যাংকের পরিচালনা বাবদ সঠিক ব্যয়ের নিরীক্ষিত তথ্য, ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ বকেয়া এবং ৩৫ শতাংশ করপোরেট ট্যাক্স কর্তন বাদ দেওয়া হয়নি। এসব বাদ দিয়ে মূলত নিট মুনাফা হিসাব করা হয়। এসব খরচ বাদ দিলে ব্যাংকের প্রকৃত মুনাফা কিছুই থাকবে না। প্রকৃত হিসাবে ব্যাংকটির দেখানো মুনাফা নিট লসে পরিণত হবে।সোনালী ব্যাংকের দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সরকারি পরিচালনায় দেশের সর্ববৃহৎ সোনালী ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের বকেয়া (ডেফারেল) পাওনা রয়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। এটা মূলত খেলাপি ঋণের প্রভিশন সংরক্ষণ খাতের ডেফারেলের বকেয়া পাওনা; যা আগে পরিশোধ করার কথা ছিল। এটা নিট মুনাফায় দেখানোর সুযোগ নেই। এই অর্থ বাদ যাওয়ার কথা। অর্থাৎ খেলাপির বিপরীতে প্রভিশন রাখার পর নিট মুনাফার বিপরীতে লোকসানে পড়বে ব্যাংকটি। তবে অনিরীক্ষিত মুনাফা লোক সান হওয়ার বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিম আজকের পত্রিকাকে বলেন, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে সোনালী ব্যাংক ব্যাপক মুনাফা করেছে। এটা সবার চেষ্টায় হয়েছে। এটি ব্যাংকের বড় অর্জন। তবে ৩ হাজার ৩৭১ কোটি টাকা নিট মুনাফা নয়। এখান থেকে ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং সরকারি করপোরেট ট্যাক্স কর্তন এবং অন্যান্য খরচ বাদ যাবে। এসব বাদ দিয়ে মূলত নিট মুনাফা বা প্রকৃত হিসাব পাওয়া যাবে। আর বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিশেষ একটা কিছু করা হবে। এ রকমটা হলে মুনাফা কোনোভাবে লোকসানে যাওয়ার কথা নয়। ২০২২ সালে সোনালী ব্যাংকের নিট মুনাফা ছিল ৩৭১ কোটি টাকা। সূত্র: আজকের পত্রিকা।

বই উৎসবে বই পায়নি দুই শতাধিক স্কুল

১৫ বছর ধরে ১ জানুয়ারির বই উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সকাল হলেই শিক্ষার্থীরা স্কুলে যায়। নতুন বই হাতে নিয়ে বাড়ি ফেরে। সে এক অন্য রকম আনন্দ। কিন্তু খোদ রাজধানীতেই থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গাফিলতিতে নতুন বই পায়নি দুই শতাধিক বেসরকারি স্কুল। ফলে সকাল থেকে তিন-চার ঘণ্টা অপেক্ষার পর হতাশা আর মনোবেদনা নিয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা।রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন যেসব বেসরকারি স্কুলের ইআইআইএন (এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) নেই, তাদের বছরের প্রথম দিন বই দেননি ক্যান্টনমেন্ট থানার দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার। তবে এসব স্কুলের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব বই যথাসময়ে পৌঁছে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন থানা শিক্ষা অফিসার। আর বই না পেয়ে রাজধানীর মাটিকাটার স্কাইলার্ক মডেল স্কুলের শিক্ষার্থী নাফিজা আঞ্জুম, রাকিবুল ইসলাম, রত্না আক্তারসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ফিরে গেছে মন খারাপ করে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শতভাগ বই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। আর অষ্টম ও নবম শ্রেণির অর্ধেকের বেশি বই পৌঁছানো হয়েছে; অর্থাৎ শুধু অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সব বই পাবে না। তবে অন্য শ্রেণির শিক্ষার্থীদের শতভাগ বই পাওয়ার কথা। সূত্র: দেশ রুপান্তর

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার আউটলুক তথ্যভাণ্ডার
পদ্মা রেল লিংক প্রকল্প কিলোমিটারপ্রতি ব্যয়ে সর্বোচ্চ কি

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবহন অবকাঠামো নিয়ে যৌথভাবে একটি তথ্যভাণ্ডার তৈরি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্লাটফর্মটির নাম এশিয়ান ট্রান্সপোর্ট আউটলুক (এটিও)। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন রেলপথ (নন-আরবান হেভি রেল প্রজেক্ট) প্রকল্প বিশ্লেষণ করে কিলোমিটারপ্রতি ব্যয় বের করা হয়েছে। এটিওর বিশ্লেষণ করা তথ্য অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রেলপথ নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয়ের দিক থেকে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে বাংলাদেশের একাধিক প্রকল্প। এর মধ্যে কিলোমিটারপ্রতি সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে। এ প্রকল্পের কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় ৭৬ দশমিক ৩৭ মিলিয়ন বা ৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ডলার। ২০১৮ সালে জিয়ানইয়াং থেকে লিনচেঙ পর্যন্ত ১৯৯ কিলোমিটার দীর্ঘ রেলপথের নির্মাণকাজ শুরু করে চীন। প্রকল্পটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ২ হাজার ১৯৪ মিলিয়ন ডলার। পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপির ভিত্তিতে আন্তঃদেশীয় মুদ্রার প্রকৃত ক্রয়ক্ষমতা বিবেচনায় এ ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৫১ মিলিয়ন ডলারে। এ হিসাবে জিয়ানইয়াং থেকে লিনচেঙ পর্যন্ত রেলপথটি নির্মাণে কিলোমিটারপ্রতি খরচ হচ্ছে ১৮ দশমিক ৮৫ মিলিয়ন বা ১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ডলার। সূত্র: বণিক বার্তা।

ভোটের দিন গণপরিবহন চলবে: জননিরাপত্তা সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে মোটরসাইকেল, দূরপাল্লার বাস। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব তথ্য জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজার রহমান।তিনি বলেন, নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারো মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি না দিতে, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করার পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। সূত্র: বাংলানিউজ

বৈদেশিক বাণিজ্যে ঝুঁকছে কৃষি ব্যাংক, তারপরও বাড়ছে লোকসান

২০২৩ সাল শেষে বিশেষায়িত এ ব্যাংকের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকায়।এক বছরের ব্যবধানে আরো প্রায় ১৮৮ কোটি টাকা যোগ হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের লোকসানের খাতায়; ২০২৩ সাল শেষে বিশেষায়িত এ ব্যাংকের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকায়।ব্যাংকটি ২০২৩ সালের আয়-ব্যায়ের যে হিসাব তৈরি করেছে, সেখানেই উঠে এসেছে লোকসানের এই চিত্র। কৃষিভিত্তিক ঋণের জন্য এ ব্যাংক গঠিত হলেও ব্যবসায় বৈচিত্র্য আনতে আর্থিক প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ শুরু করেছে। সেখানে মুনাফা করতে পারলেও সাবির্কভাবে লোকসানের পরিমাণ বছর বছর বাড়ছে।৫৬১ কোটি টাকার লোকসান নিয়ে ২০২৩ সাল শুরু করেছিল কৃষি ব্যাংক। জুন শেষে তা দ্বিগুণের বেশি বেড়ে হয়েছিল এক হাজার ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা। ঋণ থেকে আয় এবং পুরনো ঋণ আদায় করতে পারায় বছর শেষে লোকসানের পরিমাণ কমে হয়েছে ৭৪৯ কোটি ৫৯ লাখ টাকা। সূত্র: বিডি নিউজ