Print

সারাদিন

মোংলা বন্দরের সব রাজস্ব পরিশোধ করা যাবে অনলাইনে

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

এখন থেকে মোংলা বন্দর ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমে বন্দরের সকল রাজস্ব পরিশোধ করতে পারবেন। স্মাট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সার্বিক কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের মাধ্যমে এ কার্যক্রম চালু করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা অনলাইন কার্যক্রম চালু হওয়ার ফলে স্মাট বন্দরে রূপান্তরে আরও এক ধাপ এগিয়ে গেল মোংলা। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন,এ কার্যক্রমের ফলে সহজে রাজস্ব পরিশোধের সুবিধা পাবেন তারা। একই সাথে অনিয়ম দুর্নীতি কবে যাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুনসী মাকরুজ্জামান জানান, বন্দর কর্তৃপক্ষের সকল ধরনের রাজস্ব অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আদায়ের লক্ষ্যে গত ২ জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. কে এম আনিসুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষক কর্মকর্তা মো. সিদ্দীকুর রহমান ও ব্রাক ব্যাংক পিএলসির প্রতিনিধিরা।

বন্দরের এ কর্মকর্তা বলেন, এখন থেকে মোংলা বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানির সাথে জড়িত সকল ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসে বন্দর অনলাইনের মাধ্যমে তাদের বিল পেমেন্ট করার পাশাপাশি সকল সেবা গ্রহণ করতে পারবেন। এতে ব্যবসায়ীদের সুবিধা বাড়বে বলে তিনি আশা করেন।

খুলনা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মদ খান জানান, অনলাইনের মাধ্যমে বন্দরের পাওনা পরিশোধের ব্যবস্থা চালু হওয়ার ফলে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে। একই সাথে অনিয়ম দুর্নীতি শূন্যের কোটায় নেমে আসতে পারে। তবে এজন্য বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর সদিচ্ছা থাকতে হবে

Nagad
Nagad