Print

সারাদিন

বাসা থেকে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

সারাদিন ডেস্ক

নতুন প্রজন্মের মডেল-অভিনেত্রী তানজিম তাসনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাসনিয়া রহমান নামে পরিচিত ছিলেন।

শুক্রবার (৫ জানুয়ারি) তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মডেল-অভিনেত্রী তানজিম তাসনিয়া ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত মডেলিং ও অভিনয় করতেন।

সূত্র জানায়, অভিনয়ে নতুন মুখ ছিলেন তাসনিয়া। মডেলিংয়ে সময় দিলেও ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর কাজ করেন চলচ্চিত্রেও।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী তানজিম তাসনিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর ধানমন্ডির নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। তাদের আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের সদস্যরা। সকালে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় তানজিম তাসনিয়াকে দেখতে পান।

Nagad
Nagad

তিনি আরও জানান, পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, তানজিম তাসনিয়া কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। পাশাপাশি কয়েকটি ওয়েব সিরিজেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

পরিবার সূত্রের বরাতে পুলিশ বলছে, খুব জেদি স্বভাবের ছিলেন তানজিম। কারও কথাই সহ্য করতে পারতেন না। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনও জানা যায়নি।