প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি:
আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে বাতিল করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।
কী ধরনের বিধিলঙ্ঘন করেছেন জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছিল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন। সার্বিক বিষয়টি বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জলদি আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে আটক করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আবু বকর সিদ্দিকী।
খবর পেয়ে দল-বল নিয়ে থানায় ছুটে যান মোস্তাফিজুর রহমান চৌধুরী।
ওসির কক্ষে গিয়ে শাসানোর ২ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে একজন পুলিশ সদস্য ভিডিও করার সময় ওসি তোফায়েল আহমেদের কাছে কাউন্সিলর আবদুল গফুরকে আটকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফিজুর। তখন ধমকও দেন মোস্তাফিজুর।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মারধর ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল নির্বাচন কমিশন (ইসি)।