প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর দুইটি আসনেই আবারও নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী-১ আসনে পুনরায় নৌকা প্রতীকে ৬ষ্ঠ বারের মতো বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী ডিএম মজিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী স্বপন সরকার (ঈগল) প্রতীকে পেয়েছেন ৪৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুসল্লি (ঢেঁকি) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৫২ ভোট।
রাজবাড়ী-১ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৫৮৪। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৯১৪ ও বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৬৭০। রাজবাড়ী-১ আসনে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।
রাজবাড়ী-২ আসনে পুনরায় নৌকা প্রতীকে ৫ম বারের মতো বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৩৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া (মশাল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬০২ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ) প্রতীকে পেয়েছেন ৭৬৫ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো.আব্দুল মালেক মন্ডল (ছড়ি) প্রতীকে পেয়েছেন ৮৪৭ ভোট।
রাজবাড়ী-২ আসনে মোট ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ২৩৮ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯৮ ও বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১৪০। রাজবাড়ী-২ আসনে ৫৫.১৩ শতাংশ ভোট পড়েছে।
প্রসঙ্গত, রাজবড়ী জেলায় মোট ভোটার ৯ লাখ ৩২ হাজার ৫০০।এর মধ্যে রাজবাড়ী-১ আসনের মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ১৮১ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ২৬০ ও মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯১৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।রাজবাড়ী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৬টি।
রাজবাড়ী-২ আসনের মোট ভোটার ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন।পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৪৪৯, মহিলা ভোটার ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। রাজবাড়ী ২ আসনে মোট ভোটকেন্দ্র ১৯৪টি।