Print

সারাদিন

ফরিদপুর-৪: নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক জয়

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে হ্যাটট্রিক করলেন স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী। তিনি এ নিয়ে পরপর তিনবার জয়ী হলেন। তাঁর তৃতীয়বারের মতো হারলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান , সভাপতিমণ্ডলীরও সদস্য কাজী জাফরউল্লাহ।

রোববার রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফলে ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। কাজী জাফরউল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
এর আগে ২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে প্রথমবার জাফরউল্লাহকে ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন নিক্সন চৌধুরী। ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটে তার বিপরীতে দ্বিতীয়বার জয় পান তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী জাফরউল্লাহকে ২৪ হাজার ভোটে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে হ্যাট্রিক জয়ের স্বাদ পেয়ে বেশ আনন্দিত নিক্সন চৌধুরি। তাঁর এই হ্যাট্রিক জয়ে নিক্সন শিবিরে বইছে আনন্দের বন্যা।

প্রসঙ্গত- ফরিদপুর ৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ, সুপ্রিম পার্টির মো. আলমগীর কবির, বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার ও তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী।