প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
রোটারি ক্লাব বনানী-এর সহায়তায় অসহায় ও দুস্থ মহিলাদের ভাগ্যোন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি গুলশান নর্থ ক্লাবাবের মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠিত হয়।
এদিন ক্লাবে -রোটারি ক্লাব বনানী-এর সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়। এরপর পরই এসব মেশিন বিতরণ করা হয়।
এ সময় জানানো হয় প্রতিবারের ন্যায় এবারও গরীব মানুষকে স্বাবলম্বী করার প্রচেষ্টা সেই প্রচেষ্টা থেকে মোট এই ১৬টিটি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আগামীতে আরো বেশি সামাজিক ও মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।
প্রজেক্ট ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ এ হাফিজ বলেন- আমরা আমাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবো এবং মানুষের পাশে থাকার এই চেষ্টা অব্যাহত থাকবে।গরিব ও অসহায় মানুষকে স্বাবলম্বী করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত।
এ সময় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর মধ্যে ট্যাক্সসেভিয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দীন জীবন চৌধুরী, বিজনেস আই বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক এস এম ফয়সাল আহমেদ ও উত্তর দক্ষিণ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ-উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।
সারাদিন/ ৮ জানুয়ারি