Print

সারাদিন

নরেন্দ্র মোদিকে উপহাস, ৩ মন্ত্রীকে বরখাস্ত করলো মালদ্বীপ সরকার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

সারাদিন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ সরকার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে। ওই তিন মন্ত্রী হলেন -মারিয়াম শিউনা, মালশা শরীফ এবং মাহজুম মজিদ। বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মালদ্বীপ সরকার একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে ওই মন্তব্য একান্তই তিন মন্ত্রীর ‘ব্যক্তিগত মতামত’ ।

রোববার (৭ জানুয়ারি) ভারতীয় নাগরিকদের তীব্র সমালোচনার মধ্যেই স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লাইভমিন্ট।

জানা গেছে, বরখাস্ত তিনজনই উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রধানমন্ত্রী মোদির ছবি দেখার পরে তাকে ভাঁড় বলে কটাক্ষ করেন মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা। ভারতের সমুদ্রসৈকতগুলোর নিন্দাও শোনা যায় মালদ্বীপের নেতাদের মুখে। তার পরেই নেটদুনিয়ায় মালদ্বীপ বয়কটের ডাক জোরালো হয় । মারিয়াম শিউনার মন্তব্য অযাচিত এবং অগ্রহণযোগ্য বলে ভারত স্পষ্ট করে দেয়ার পর চাপের মুখে বিবৃতি জারি করে তিন মন্ত্রীকে সাসপেন্ড করে মালদ্বীপ সরকার। মোহাম্মদ নাশিদ এবং ইব্রাহিম সোলিহ সহ মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টরা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মন্তব্যের জন্য দেশের মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছিলেন।

মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ বলেছিলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপের সরকারি কর্মকর্তাদের দ্বারা ভারতের বিরুদ্ধে ঘৃণ্য ভাষা ব্যবহারের নিন্দা করছি। ভারত সবসময়ই মালদ্বীপের ভালো বন্ধু এবং আমাদের দু’দেশের পুরনো বন্ধুত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে এই ধরনের কুরুচিকর মন্তব্যের অনুমতি দেয়া উচিত নয়।

মালদ্বীপের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদও মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করে এক্সে বলেছিলেন, “বর্তমান মালদ্বীপ সরকারের ২ জন উপমন্ত্রী এবং ক্ষমতাসীন জোটের রাজনৈতিক দলের একজন সদস্যর, প্রধানমন্ত্রী মোদি ও ভারতের জনগণের প্রতি অবমাননাকর মন্তব্য নিন্দনীয় এবং ঘৃণ্য। আমি এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সরকারকে আহ্বান জানাই। ”

Nagad
Nagad

এই মন্ত্রীদের মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এমনকি চলচ্চিত্র তারকাসহ সেলিব্রিটিরাও মালদ্বীপের নেতাদের মোদির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিরোধিতা করেছেন। মন্ত্রীদের অস্বস্তিকর মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তহবিল চাইতে বেইজিং গেছেন। এই পরিস্থিতিতে নিজের দেশের নেতাদের বিরুদ্ধেই সুর চড়ালেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির।

স্থানীয় সংবাদমাধ্যম আটল টাইমস জানিয়েছে, অবমাননাকর মন্তব্যের জন্য দায়ী সব সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং এই নিদের্শনা তৎক্ষণাৎ কার্যকর হয়েছে। তবে এই খবরকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন বরখাস্ত হওয়া অন্যতম উপমন্ত্রী হাসান জিহান।

প্রসঙ্গত, গত নভেম্বরে মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে মালদ্বীপের ক্ষমতা নেয়ার পর থেকে ভারত-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পরই পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছেন মুইজ্জ। ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির বদলে এখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র : হিন্দুস্থান টাইমস