Print

সারাদিন

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

মুন্সিগঞ্জ সংবাদদাতা:

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিট থেকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে রাত দেড়টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে এলে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু যানবাহন আটকা পড়েছে। বর্তমানে এ নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনগুলো ফেরি পার হতে পারবে।

Nagad
Nagad