প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪
সারাদিন ডেস্ক
হুতিদের ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী
ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুতি বিদ্রোহীদের ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লোহিত সাগরে ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোয় লোহিত সাগরে বিভিন্ন জাহাজ নিশানা করে হামলা চালিয়ে আসছে হুতিরা। লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হুতিদের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ আহত হননি। সূত্র: প্রথম আলো
হিজবুল্লাহর সক্রিয়তায় গাজা যুদ্ধের পরিস্থিতি জটিল
হামাস-ইসরায়েলের সংঘাতে হিজবুল্লাহ জড়িয়ে পড়া গাজা যুদ্ধের সমীকরণকে ক্রমেই জটিল করে তুলছে। ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর কমান্ডার নিহত হওয়ার এক দিন পর এই হামলার ঘটনা ঘটল। জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ চেরকাউই বলেছেন, গাজায় চলমান যুদ্ধের জটিলতা ক্রমাগত বাড়ছে। মধ্যপ্রাচ্যের কেউ সংঘর্ষে জড়ানোর জন্য হিজবুল্লাহকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি এক যুদ্ধ থেকে আরেক নতুন যুদ্ধ শুরুর পথ সুগম করতে পারে, যা পরবর্তী সময়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও কৌশল সংকটে পড়েছেন বলে উল্লেখ করেন মোহাম্মদ চেরকাউই।চেরকাউই আরো বলেন, ব্লিনকেনকে ইসরায়েলিদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করতে হবে। গাজা যুদ্ধ শেষ না করে আমরা হিজবুল্লাহর সঙ্গে আরেকটি সংঘর্ষ ঠেকাতে পারব না। সূত্র: কালের কণ্ঠ
মাঝ আকাশে ঝড়ের কবলে কমলা হ্যারিসের প্লেন, অতঃপর…
মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী প্লেন।
মঙ্গলবার রাতে আটলান্টা থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে তাকে বহনকারী ‘এয়ার ফোর্স টু’। পরে ডাইভার্ট হয়ে ওয়াশিংটন-এলাকার বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। হোয়াইট হাউস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মলার প্রেস সচিব কার্স্টেন অ্যালেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মঙ্গলবার রাতে আটলান্টা, জিএ থেকে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জয়েন্ট বেস অ্যান্ড্রুস থেকে ডাইভার্ট হয়ে ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘এয়ার ফোর্স টু’।ঘটনার সাথে পরিচিত একটি সূত্রের মতে, প্লেনটি ‘উইন্ড শিয়ার’ এর সম্মুখীন হয়েছিল। উইন্ড শিয়ার হল বাতাসের দিক বা গতির হঠাৎ পরিবর্তন, যা প্লেন উড্ডয়ন ও অবতরণের সময় বিপজ্জনক হতে পারে। সূত্র: বিডি প্রতিদিন ।
সংঘাতময় পরিস্থিতিতে লেবাননে ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে: জাতিসংঘ
মধ্যপ্রাচ্যের লেবাননে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান এই সংঘাতময় পরিস্থিতিতে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, লেবাননে বাস্তুচ্যুতির কারণ ‘দক্ষিণ থেকে চালানো লড়াই’। তিনি সতর্ক করে বলেন, ‘লড়াই আরও বেড়ে গেলে সীমান্তরেখার (ব্লু লাইন) দুই পাশে বেসামরিক মানুষেরা আরও ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হবে।’ ইসরায়েল, লেবানন ও অধিকৃত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ কা যে সীমানা রেখা টেনে দিয়েছে, সেটাই ‘ব্লু লাইন’। এ বিষয়ে স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার বিষয়টি (বিশেষত ব্লু লাইন বরাবর) এখনো সীমিত রাখা হয়েছে। এই পরিস্থিতি আমাদের সেসব এলাকায় প্রয়োজনীয় পণ্যের সরবারহের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।’ সূত্র: সমকাল
অসুরের হাতে সুবিচারের ত্রিশূল
ফিলিস্তিনবিদ্বেষী বিচারককে আইসিজেতে পাঠাচ্ছে ইসরাইল
অসুরের হাতে সুবিচারের ত্রিশূল! ফিলিস্তিনবিদ্বেষী কুখ্যাত এক বিচারককে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) গাজা হত্যাযজ্ঞের যুদ্ধাপরাধ বিচারের বিচারক নিয়োগ দিয়োগ দিয়েছে ইসরাইল। আর কোনো অজর-আপত্তি ছাড়াই বিনা বাক্যে ইসরাইলের সে কট্টর বিচারককে এজলাসে অন্তর্ভুক্ত করে নিয়েছে আইসিজেও। অবরুদ্ধ গাজার নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলের নৃশংসতাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে আন্তর্জাতিক আদালতে সুবিচার চেয়ে মামলা (২৯ ডিসেম্বর) করে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব মানবাধিকার ও যুদ্ধনীতি লঙ্ঘনের এ মামলা টক্করে বেছে বেছে উগ্রপন্থি বিচারককে নির্বাচিত করায় প্রহসন সৃষ্টি হয়েছে পুরো মুসলিম বিশ্বে।গাজায় ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসাবে শক্ত ভূমিকা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৯ ডিসেম্বর ইসরাইলের বিরুদ্ধে সরাসরি আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা করেছে। আগামী ১১-১২ জানুয়ারির মধ্যে নেদারল্যান্ডসের হেগ শহরের আইসিজে আদালতে এ মামলার প্রথম শুনানি হবে। সেখানেই বিচারকের আসনে থাকবেন গাজা হমলার সবচেয়ে বড় সমর্থক আহারন বারাক (৮৭)! আন্তর্জাতিক আদালত (আইসিজে) ১৫ জন বিচারক নিয়ে গঠিত। এ মামলায় প্রতিপক্ষ থেকে একজন করে অতিরিক্ত সদস্য বিচারকের আসনে বসবেন। এরই ধারাবাহিকতায় ইসরাইলকে প্রতিনিধিত্ব করবেন বারাক। তিনি দেশটির সুপ্রিমকোর্টের সাবেক প্রেসিডেন্ট (সাবেক প্রধান বিচারপতি)। দীর্ঘ ১১ বছর ধরে বিশ্বদরবারে তিনি ইসরাইলের রক্ষাকবচ হিসেবে কাজ করে আসছে। সূত্র: যুগান্তর
লাইভ চলাকালে টেলিভিশন স্টুডিওতে ঢুকে পড়ল বন্দুকধারীরা
ইকুয়েডরে একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে স্টুডিওতে হামলা চালিয়েছে কয়েকজন বন্দুকধারী। এ সময় ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে তারা। শোনা যায় গুলির শব্দও। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার দেশটির গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে রুদ্ধশ্বাস এ ঘটনা ঘটে। খবর এপির। এক দুর্ধর্ষ অপরাধী কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ৬০ দিনের জরুরি অবস্থা জারির পরদিন এমন ঘটনা ঘটল। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ওই স্টুডিওতে ঢোকে পুলিশ সদস্যরা। পরে হামলাকারী ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনায় প্রাণ হারাননি কেউ। সূত্র: দেশ রুপান্তর
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ‘মাঁখোর বালক’ গ্যাব্রিয়েল আত্তাল
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি রাজনীতিতে ‘মাখোঁর বালক’ বলে পরিচিত গ্যাব্রিয়েল আত্তাল। মাত্র ৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন তিনি। গ্যাব্রিয়েল আত্তাল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে নিয়োগ দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজনীতিতে ‘মাখোঁনিয়া’ স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট তরুণ শিক্ষার্থী হিসেবে আত্তালের পরিচয় রয়েছে। ফ্রান্সে বর্তমান প্রেসিডেন্ট মাখোঁর রাজনীতি ও আদর্শের অনুসারীদের ‘মাখোঁনিয়া’ স্কুল বলা হয়।
গ্যাব্রিয়েল আত্তাল ১৯৮৯ সালে প্যারিসের কাছে ক্লামার্ত শহরে জন্মগ্রহণ করেন। পরে ২০০৬ সালে তিনি ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। পরে ২০১২ থেকে ২০২৭ সাল পর্যন্ত তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মেরিসোল তোরাইনের হয়ে কাজ করেন। সে বছরই আত্তাল ফ্রান্সের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ লা রিপাবলিক এন মার্চে থেকে সদস্য নির্বাচিত হন। সূত্র: আজকের পত্রিকা।
আকাশ থেকে উড়োজাহাজের খুলে পড়া অংশের খোঁজ মিলল
আলাস্কা এয়ারলাইনসের আলোচিত বোয়িং ম্যাক্স-৯ ফ্লাইটের নিখোঁজ অংশের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। খবর সিএনএন। কর্মকর্তারা জানিয়েছেন, তারা উড়োজাহাজের গুরুত্বপূর্ণ একটি অংশের খোঁজ পেয়েছেন। মাঝ আকাশে ফ্লাইটের দরজা উড়ে যাওয়ার সময় ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নমুনা।এর আগে ক্যারিয়ার ও ইউনাইটেড এয়ারলাইনস জানায়, তাদের পরিষেবায় থাকা বোয়িং ম্যাক্স-৯ এস যানগুলোর হার্ডওয়্যার আলগা হয়ে গেছে। সূত্র: বণিক বার্তা।
নির্বাচন নিয়ে যা বলল ইউরোপীয় ইউনিয়ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ইউরোপীয় কাউন্সিলর এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন গত রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফলকে নোট করে এবং পুনর্ব্যক্ত করে যে দীর্ঘমেয়াদী ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত। ইইউ দুঃখ প্রকাশ করে যে এ নির্বাচনে সব প্রধান দল অংশ নেয়নি। ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের স্বাগত জানায়। প্রতিবেদনটি নির্বাচনী অনিয়ম সময়মতো ও পূর্ণ তদন্ত নিশ্চিত করতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার চেতনায়, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। সূত্র: বাংলানিউজ
হাসান নাসরাল্লাহ, যিনি লেবাননকে হাতের মুঠোয় কব্জা করে নিয়েছেন
শেখ হাসান নাসরাল্লাহ হলেন একজন শিয়া ধর্মপ্রচারক, যিনি ১৯৯২ সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হেজবুল্লাহকে বর্তমানে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। এর অন্যতম প্রধান কারণ হল, লেবাননের জাতীয় সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে। এদিকে, হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননসহ অন্যান্য আরব দেশেগুলোতেও ভীষণ জনপ্রিয়।কারণ, লেবাননের রাজনৈতিক অঙ্গনে এবং দেশটির সরকার কাঠামোতে হেজবুল্লাহ যেভাবে প্রবেশ করেছে, এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নেতা।ইসলামিক রিপাবলিক অব ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে নাসরাল্লাহ’র। সূত্র: বিবিসি বাংলা ।