প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪
সারাদিন ডেস্ক
বিদেশিরা যাতে বাংলাদেশে চিকিৎসা নিতে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চান সদ্য স্বাস্থ্যমন্ত্রীর দ্বায়িত্ব নেয়া ডা. সামন্ত লাল সেন। এছাড়াও তিনি জানান, তার একটাই লক্ষ্য, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করব। এতে রাজধানী ও বিভাগীয় শহরে রোগীর চাপ কমবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেব দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করা হবে। গত ১৪ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ঢাকা শহরের মতো বড় শহরগুলোতে যেন রোগীর চাপ কমে, তা নিশ্চিত করতে জেলা এবং গ্রাম পর্যায়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে উন্নত করে তোলা হবে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি, তা আস্থায় রেখেছেন প্রধানমন্ত্রী। আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের চিকিৎসকরা অনেক মেধাবী। রোগী যেন দেশের বাইরে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।
তিনি আরো বলেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি। কোথাও কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করব না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য, সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। এ সময় তিনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান।
শিশু আয়ানের বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, এখানে শুধু চিকিৎসককে দোষ দিলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্য কারো গাফিলতি আছে কিনা ও ঘটনা আসলে কী ঘটেছিল সেটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেভাবেই কাজ চলছে। এখানে সরাসরি কাউকে দোষারোপ করা যাবে না।