প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের পার্শ্ববর্তী এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে আব্দুল লতিফের ৩১ শতাংশ জমি ও দোকান ঘরে উঠতে না দিয়ে জোর পূর্বক বেদখলের চেষ্টা করায় হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শানিনুর ইসলাম সহ ৫জনের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন, গোতামারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত তমিজ উদ্দিনের পুত্র মোঃ শাহিনুর (৩০), মোঃ জয়নাল হোসেন (৩৫),মোঃ নুর ইসলাম (৪৫), মোঃ নুরুল হক (৫৫), মোঃ আমিনুর (৬০)
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল লতিফ (৬০) এর পৈত্রিক, কবলা খরিদা ও নিজ ভোগ দখলীয় ৩১ শতাংশ জমি নিয়ে অভিযুক্তদের সাথে পূর্ব হইতে বিরোধ চলছিল। গত ২১ জানুয়ারী ৩ টার দিকে অভিযুক্তরা অবৈধ ভাবে সেই জমি তাদের নিজেদের দাবী করে বেদখলের উদ্দেশ্যে জমিতে বাঁশে খুঁটি পুতাইতে থাকে তা দেখে আব্দুল লতিফ ও তার পরিবার বাধা দিতে গেলে তাদের হাতে থাকা ধারালো দা, খস্তি, লোহার শাবল নিয়ে হত্যার উদ্দেশ্য এগিয় আসে এবং জমিতে উঠলে প্রাণনাশের হুমকি দিলে অভিযোগকারী নিরুপায় হয়ে তারা সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, আমার পৈত্রিক, কবলা খরিদা ও নিজ ভোগ দখলীয় ৩১ শতাংশ জমি ও দোকান ঘর শাহিনুর সহ তার ভাইয়েরা অবৈধ ভাবে জোর পূর্বক দখল করার চেষ্টা করেছে। বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও নিজের জমি ও নির্মাণ করা দোকানপাটে উঠতে দিচ্ছে না। মিথ্যা মামলা মোকদ্দমার এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।
এর প্রেক্ষিতে, অভিযুক্ত শাহিনুর এবং জয়নাল বলেন, আব্দুল লতিফের জমি একজনের কাছে বিক্রি করেছে, আমরা তার কাছ থেকে দলিল মূলে ক্রয় করেছি কিন্তু সেই জমি আব্দুল লতিফের নামে রেকর্ড হওয়ায় নিজের বলে দাবি করছে। আমরা রেকর্ড সংশোধনের মামলা করেছি যা আদালতে বিচারাধীন রয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।