প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সারাদিন ডেস্ক
ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলার কারণ জানাল যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য
ইরাক ও সিরিয়ায় ইরানের ৮৫ লক্ষ্যবস্তুতে হামলার পর এবার ইয়েমেনে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ হামলা চালাল যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার রাতে ইয়েমেনের ১৩টি জায়গায় ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।হামলার কারণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, ইরান–সমর্থিত হুতিদের বেপরোয়া ও অস্থিতিশীল হামলার ক্ষমতা খর্ব ও ব্যাহত করাই এই হামলার উদ্দেশ্য।এক বিবৃতিতে অস্টিন আরও বলেছেন, যৌথ বাহিনী হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুতের স্থান, ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার রয়েছে, এমন ১৩টি স্থানকে লক্ষ্যবস্তু করেছে।তবে অস্টিন বা যৌথ বাহিনীর বিবৃতিতে কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। হুতিদের আল-মাসিরাহ টিভি বলছে, সানা ও অন্যান্য স্থান ছিল হামলার লক্ষ্যস্থল। সূত্র: প্রথম আলো
প্রতিশোধ নিতে কেন সময় নিল যুক্তরাষ্ট্র
জর্দানে মার্কিন বাহিনীর ওপরে আক্রমণের জবাবে এবার ইরাক ও সিরিয়ায় হামলা চালাল যুক্তরাষ্ট্র
জর্দানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন আহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর কথিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। পাল্টা হামলার এ বিষয়টি বেশ কয়েক দিন ধরেই প্রত্যাশিত ছিল। তবে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে কিছুটা ‘বিলম্ব করায়’ বিরোধী রিপাবলিকানদের প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাহামলায় যুক্তরাষ্ট্রের বিলম্বের কারণে ইরান তাদের বাহিনীর লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় পেয়েছে। এতে উভয় পক্ষই সম্ভাব্য ব্যাপক সংঘাত এড়াতে পেরেছে।যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মালরয় বলেন, এই পদক্ষেপের কারণে মার্কিন বাহিনীর ওপর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের সক্ষমতা কমাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও পদক্ষেপটি সম্ভবত ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধ করতে যাচ্ছে না। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াতে পারাটাই হবে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ফায়দা। সূত্র: কালের কণ্ঠ
ইরানেও কি হামলা চালাবে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও প্রবল হলো। ইরাক ও সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড সমর্থিত ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বাড়তে পারে। সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নিতে শুক্রবার রাতে এ অভিযান চালায় মার্কিন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ইরানের মাটিতেও হামলা চালাতে পারে। এ ক্ষেত্রে দু’পক্ষই জড়িয়ে পড়তে পারে সরাসরি যুদ্ধে। হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত মিলিশিয়ারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে তাৎক্ষণিকভাবে ড্রোন আক্রমণ চালিয়েছে। সূত্র: সমকাল
ইরানের চারপাশে ৪৫ হাজার মার্কিন সেনা
কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ১১ দেশে বেশ কিছু ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ইরানের চারপাশের এসব দেশগুলোতে ৪৫ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের শক্তিধর দেশগুলোতেও মার্কিন ঘাঁটি রয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রায় ৭৫০টি মার্কিন ঘাঁটি রয়েছে। ২০২৩ সালের অক্টোবরের সর্বশেষ উপলব্ধ তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের ১১ দেশে প্রায় ৪৫ হাজার ৪০০ মার্কিন সেনা রয়েছে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ডিফেন্সের (ডিওডি) বরাত দিয়ে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অক্সিওস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলোতে মার্কিন স্বার্থ রক্ষা করার পাশাপাশি ইসলামিক স্টেট জঙ্গিদের (আইএসআইএস) বিরুদ্ধে লড়াই করতে এসব সেনা মোতায়েন করা হয়েছে। সূত্র: যুগান্তর
নির্বাচনের আগে পাকিস্তানজুড়ে বিস্ফোরণ ও গোলাগুলি
পাকিস্তানে সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। তার আগেই দেশটিতে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল নির্বাচন কমিশন ও প্রার্থীরা। বিস্ফোরণগুলোতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার বালুচিস্তানের বিভিন্ন শহরে হাতবোমা বিস্ফোরণে পিপিপি কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বোমা বিস্ফোরিত হয়েছে করাচির প্রাদেশিক নির্বাচন কমিশন (পিইসি) কার্যালয়ের কাছেও। এদিন বালুচিস্তানের কালাত শহরের মুঘলসরাই এলাকায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী পিপিপির নির্বাচনি কার্যালয় লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে তিনজন পিপিপি কর্মী আহত হন। পুলিশ জানিয়েছে, শুক্রবার কোয়েটার পূর্ব বাইপাস এলাকায় ৪ ঘণ্টার ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে। অজ্ঞাত হামলাকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করলে প্রথম বিস্ফোরণটি ঘটে। বোমাটি একজন প্রার্থীর নির্বাচনি কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সূত্র: বিডি প্রতিদিন।
মহারাষ্ট্রে থানায় শিব সেনার নেতাকে বিজেপি নেতার গুলি
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে থানার ভেতরে শিবসেনার এক নেতাকে পুলিশের সামনে গুলি করেছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। গতকাল শুক্রবার রাতে সংসদীয় এলাকা কল্যাণের আওতাধীন উল্লাসনগরে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুলিতে আহত মহেশ গায়কোয়াড় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনার নেতা। মহারাষ্ট্রের জোট সরকারে শিবসেনার শরিক বিজেপি।এই ঘটনার পর বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধায়ক গণপত গায়কোয়াড়ের দাবি, আত্মরক্ষার্থে গুলি করেছেন তিনি। থানার ভেতরে পুলিশের সামনে ছেলেকে মারধর করতে দেখে বাধ্য হয়ে তিনি গুলি করেছে। এর জন্য তাঁর কোনো অনুশোচনা নেই।গণপত গায়কোয়াড় গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি নিজ হাতে তাঁকে গুলি করেছি। আমার কোনো অনুশোচনা নেই। আমার ছেলেকে যদি থানার ভেতরে পুলিশের সামনে মারধর করা হয়, আমি এটাই করব।’ সূত্র: আজকের পত্রিকা।
জানুয়ারিতে বিশ্বে খাদ্য মূল্য কমেছে: ফাও
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) খাদ্যমূল্য সূচক জানুয়ারিতে কমেছে। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ফাও বলেছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্যমূল্য কমেছে। ফাওয়ের খাদ্যমূল্য সূচক বিশ্ব বাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। এ ছাড়া ভূটার দামও কমেছে। সূত্র: দেশ রুপান্তর
২০২৪ সালের অর্থনীতি নিয়ে আশাবাদী নয় চীনের স্থানীয় সরকারগুলো
চীনে কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক অস্থিরতা ২০২৪ সালেও অব্যাহত থাকবে। দেশটির স্থানীয় পর্যায়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রায় এর প্রভাব দেখা যাচ্ছে। মূল ভূখণ্ডের ৩১টি প্রাদেশিক সরকারের অর্ধেকেরও বেশি গত বছরের তুলনায় ২০২৪ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় লাগাম টেনেছে। যদিও কিছু স্থানীয় কর্তৃপক্ষ ২০২৩ সালের চেয়ে উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা করছে। খবর নিক্কেই এশিয়া।সম্প্রতি স্থানীয় পর্যায়ে আইনসভা বৈঠকে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীনের গণমাধ্যম সাইশিনের বিশ্লেষণে বলা হয়, ২০২৪ সালে প্রদেশ ও পৌরসভা ভেদে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিয়ানজিন পৌরসভার লক্ষ্যমাত্রা প্রায় ৪ দশমিক ৫ শতাংশ, অন্যদিকে হাইনান প্রদেশ ও স্বায়ত্তশাসিত তিব্বতে প্রবৃদ্ধির লক্ষ্য প্রায় ৮ শতাংশ। গত মাসে বার্ষিক আইনসভা বৈঠকে স্থানীয় সরকারগুলো ২০২৩ সালের অর্থনৈতিক কার্যক্রমের প্রতিবেদন দাখিল করে। এর সঙ্গে চলতি বছরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ঘোষণা করে।১৬টি প্রাদেশিক কর্তৃপক্ষ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করে কমিয়ে এনেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম লক্ষ্যমাত্রা দেখিয়েছে জিয়াংজি ও হাইনান প্রদেশ, যথাক্রমে ২ ও ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে তারা। প্রাদেশিক আইনসভায় দাখিল করা প্রতিবেদন অনুসারে, জিয়াংজি প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য রাখছে। সূত্র; বণিক বার্তা
ভারতের জ্ঞানবাপী মসজিদে রাতারাতি যেভাবে পূজার আয়োজন হয়েছে
জ্ঞানবাপী মসজিদের নীচে ব্যাসজীর ভূগর্ভস্থ কক্ষ বলে যেটি পরিচিত, সেখানে হিন্দুদের পূজা করার অনুমতি দিয়ে বারাণসীর জেলা আদালত বলেছিল প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে পূজার বন্দোবস্ত করতে হবে। কিন্তু নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার গভীর রাতে পূজা শুরু করার সব ব্যবস্থা করা হয়।কীভাবে অতি দ্রুত পূজার বন্দোবস্ত করা হয়েছিল, তা বিস্তারিত জানতে পেরেছে বিবিসি।কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন দায়িত্বটা বেশ কঠিনই ছিল।প্রশাসনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ওই ভূগর্ভস্থ কক্ষটি থেকে যেসব মূর্তি পাওয়া গেছে, শুধু সেগুলোই পূজা করার কথা ছিল। সূত্র; বিবিসি বাংলা।
মে মাসে মালদ্বীপ থেকে সরছে ভারতীয় সেনা
ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে শনিবার জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।দুই পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার মধ্যে এ ঘোষণা এল। মালদ্বীপে ভারতের প্রায় ৮০ জন সেনা সদস্য নানা দায়িত্বে রয়েছেন। মে মাসে সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর বেসামরিক কর্মকর্তারা তাদের স্থলাভিষিক্ত হবেন বলেও উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় সেনাদের প্রথম দলটি আগামী ১০ মার্চ এবং শেষ দলটি ১০ মে মালদ্বীপ ছেড়ে যাবে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। ইন্দো-প্যাসেফিক অঞ্চলে প্রভাব বিস্তারে ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। তাই দুই বৃহৎ প্রতিবেশী ভারত এবং চীন উভয়ই ভারত মহাসাগরের ছোট্ট এই দেশটিকে নিজেদের বলয়ে রাখতে চায়।ঐতিহ্যগতভাবে দিল্লির সঙ্গে মালের বরাবরই সুসম্পর্ক বিরাজমান থেকেছে। কিন্তু এবার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীনঘেঁষা মোহামেদ মুইজ্জু। যিনি ‘ভারত খেদাও’ প্রচার দিয়েই ভোটারদের ভোট জিতেছেন এবং নির্বাচিত হওয়ার পরপরই নিজের প্রতিশ্রুতি পালনে জোর তোড়জোড় শুরু করে দেন। সূত্র: বিডি নিউজ