প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-অনেক দেশের তুলনায় দেশের মানুষ ভালো আছে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে আওয়ামী লীগকে। তাদের স্বার্থটি বড় করে দেখতে হবে। প্রধানমন্ত্রী এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দ্রব্যমূল্য কমানোর দিকে। তবে এদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে না। অনেক দেশের তুলনায় মানুষ এখনো ভালো আছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসার বিষয়ে রাশিয়ার সঙ্গে কিছু সমস্যা হয়েছে। নানা কৌশলে কিছু জিনিসপত্র আনা হয়েছে। তবুও রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে। তবে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গিয়ে সম্পর্ক গড়তে চাই না। কারও সঙ্গে বৈরিতা করতে চাই না।’
মন্ত্রিসভার পরিধি বাড়ছে, এমন একটা কথা শোনা যাচ্ছে, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে এখানে সময় মত কিছু জায়গায় যেমন শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃত মন্ত্রণালয় (যেখানে এখনও মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হয়নি) এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবে।’
তিনি বলেন, ‘এটা আমার মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে, মন্ত্রী আসতে পারে। সেই হিসেবে এর পরে চিন্তা-ভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।’
রাজনৈতিক ইস্যুতে কাদের বলেন, বিএনপি এতদিন খাদের কিনারায় ছিল, আর এখন খাদের গভীরে যাচ্ছে। তাদের লিফটেড বিতরণ কর্মসূচি ‘নেই কাজ তো খই ভাজ’-এর মতো। তাদের কর্মসূচি দেখে মানুষ হাসে।
‘২৮ তারিখে বিএনপি বলেছিল নির্বাচন হবে না। এরপর বিএনপি বলেছে নির্বাচন হলেও সরকার টিকবে না। প্রথমে বলেছিল পাঁচদিনও টিকবে না। তো ৭ জানুয়ারি নির্বাচনের পরে এখন ফেব্রুয়ারি মাস চলছে, সরকারও চলছে। তাদের এই আন্দোলন কোনো ইস্যুভিত্তিক আন্দোলন নয়’, যোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেক কর্মী জেলে মারা গেছেন বললেও কোথায় মারা গেছে, কবে মারা গেছে সেটি পরিষ্কার করতে হবে।
মিয়ানমারের সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর যারা আত্মরক্ষার্থে পালিয়ে এসেছে তাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নিজ দেশে ফেরার বিষয়টি আন্তর্জাতিক নিয়ম মেনে প্রক্রিয়াধীন আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া জাতিসংঘ, ইইউ, চীন, ভারতসহ আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে অব্যাহত আছে।’ এ সময় তিনি নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্য কমে গেছে।’
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, স্বতন্ত্ররা ৬২টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।
গত ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
খালি রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আরও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগের জন্য এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। প্রস্তুত রাখা হয়েছে ১২টি গাড়ি। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
এরই মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোয় একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।