Print

সারাদিন

আরও তিন মামলায় জামিন পেলেন দুদু, মোট মামলা ১০টি

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

সারাদিন ডেস্ক

রাজধানীর পল্টন থানার পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে দুদুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা।

তিনি গণমাধ্যমকে বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে করা ১০টি মামলার মধ্যে ৯ মামলায় জামিন পেয়েছেন তিনি। প্রধান বিচারপতির বাসভবনে হামলায় মামলায় তিনি এখনো জামিন পাননি। ফলে তিনি আপাতত কারামুক্ত হতে পারছেন না।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) পাঁচ মামলায় তাকে জামিন দেন আদালত।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত- গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Nagad
Nagad