Print

সারাদিন

বিডিজেএ’র ফ্যামিলি ডে উদযাপন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

গাজীপুরের পূবাইলে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) ফ্যামিলি ডে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) আপন ভূবনে (রিসোর্ট) এটি উদযাপিত হয়।

এতে বিডিজেএ’র সদস্যদের সঙ্গে তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে তিন প্রজন্মের সম্মেলন ঘটে। সেখানে শিশুদের দৌড় প্রতিযোগিতা দিয়ে আয়োজন শুরু হয়ে শেষ হয় র‍্যাফেল ড্র দিয়ে। মাঝে অনুষ্ঠিত হয় কাওয়ালি গানের আসর। সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

ফ্যামেলি ডের আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুব জুয়েল ও সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম অংশগ্রহনকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিন বিডিজেএ’র উপদেষ্টা ও বিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন, উপদেষ্টা আবু জাফর সূর্য, বিডিজেএ’র নজরুল ইসলাম মিঠুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Nagad
Nagad