Print

সারাদিন

এবার গাউসুল আজম মার্কেটে আগুন

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪

সারাদিন ডেস্ক

এবার রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

বেইলি রোডের ট্রাজেডির ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে একের পর এক আগুনের খবর পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার (১ মার্চ) রাতে ওয়ারীর একটি রেস্টুরেন্টে আগুনের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস। আর আজ এলো গাউসুল আজম মার্কেটে আগুনের খবর।

Nagad
Nagad