Print

সারাদিন

ইসরায়েলি কমান্ড সেন্টারে হামাসের হামলা, নিহত ৭

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

সারাদিন ডেস্ক

গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা ইসরাইলের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে পৃথক পৃথক হামলায় অন্তত ৭ ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাস।

আল কাসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়- হামাস যোদ্ধারা বেইত হানুন শহরের পূর্বে কমান্ড সেন্টারটিতে একটি ড্রোনের মাধ্যমে দুটি অ্যান্টি পার্সোনাল রকেট ছোড়ে। একই শহরে আরও এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে হামাসের ব্রিগেডটি।

আলাদা বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভেতরে অবস্থান করা ছয় ইসরায়েলি সেনাকেও হামলা করে হত্যা করেছে তারা।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা পাল্টা হামলা চলছে। প্রেস টিভি বলছে, এতে প্রায় ৬০০ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ৩০ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী এবং শিশু।

Nagad
Nagad