Print

সারাদিন

কারামুক্ত হলেন জামায়াতের আমির শফিকুর রহমান

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

সোমবার (১১ মার্চ) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দুপুর ২টার দিকে কারামুক্ত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের সময় সব মামলায় জামিনে ছিলেন তিনি। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

Nagad
Nagad