Print

সারাদিন

গাজায় এবার রমজানের ত্রাণ পাঠালো বাংলাদেশ

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৪

সারাদিন ডেস্ক

পবিত্র রমজান উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে এ ত্রাণ পাঠানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ।

সোমবার (১১ মার্চ) মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজ গাজায় ১০০টি ট্রাকে করে ২,০০০ টন ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস জানায়, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে ত্রাণের যতো চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ছাড়া ত্রাণ পাঠানো অন্য দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।

মিসরের অনলাইন সংবাদমাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে।

আরও জান যায়- মোট ৮০টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ৯টি দেশ—ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।’

‘সেভ গাজা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ত্রাণ বহরটিতে বিশ্বের ৮০টি দেশের মানুষের অনুদান রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। মিশরসহ সারাবিশ্বে যেকোনো দেশ থেকে এই ক্যাম্পেইনের মাধ্যমে দান করতে ইচ্ছুক মানুষদের সংস্থাটির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

Nagad
Nagad

গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং উপত্যকাটির পুনর্গঠন প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত, সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজ।