Print

সারাদিন

নাশকতার ৭ মামলায় বিএনপি নেত্রী নিপুণ রায়ের জামিন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা ৭ মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে-রমনা মডেল থানার দুটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা।

নথি থেকে গেছে, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে। ওইদিন প্রধান বিচারপতির বাসভবনে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়।

Nagad
Nagad