Print

সারাদিন

হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৪

সারাদিন ডেস্ক

রাজধানীর হাফিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওয়ারির জয়কালি মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বয়স ৫০-৫৫ বছর।

দুর্ঘটনার শিকার ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী সৌরভ খান বলেন, “জয়কালী মন্দির এলাকায় ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এর ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন চালক।”

তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটি তিনি দেখতে পাননি বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Nagad
Nagad