Print

সারাদিন

লেক্সার ও গ্লোবাল ব্রান্ডের ব্যবসায়িক সফলতার ৩ বছর পূর্তি

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

লেক্সার ও গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবসায়িক সফলতার ৩ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল লেক্সার সেলিব্রেশন নাইট ২০২৪।

বৃহস্পতিবার (৯ মে) গাজীপুরের ড্রীম স্কয়ার রিসোর্টে গ্লোবাল ব্রান্ডের প্রযোজনায় দেশব্যাপী সকল পার্টনারদেরকে নিয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।

উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্রান্ডের ম্যানেজমেন্টের পরিচালক জসীম উদ্দীন খোন্দকার, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ সহ দেশব্যাপী এক্সক্লুসিভ সব পার্টনাররা এবং ছিলেন গ্লোবাল ব্রান্ডের হেড অফ চ্যানেল সেলস সমীর কুমার দাশ এবং কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান।

লেক্সার এবং গ্লোবাল ব্র্যান্ডের সফল ব্যবসায়িক সম্পর্কের তিন বছর পূর্তিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন রকমের ফান এক্টিভিটিসের পর সন্ধ্যা বেলা অনুষ্ঠিত হয় লেক্সার সেলিব্রেশন নাইট প্রোগ্রাম টি। অসাধারন ভাবে হোস্টিংয়ের পাশাপাশি লেক্সারের বিজনেস প্রোফাইল সহ গত ৩ বছরের অতুলনীয় সাফল্য কে তুলে ধরেন গ্লোবাল ব্রান্ডের মার্কেটিং হেড সেলিম আহম্মেদ বাদল।

এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠিত প্রোগামে সকলকে শুভেচ্ছা জানায় লেক্সার বাংলাদেশের বিজনেস হেড মরগান। পাশাপাশি এ সময় গ্লোবাল ব্রান্ডের ম্যানেজমেন্টের সদস্যরা তাদের মূল্যবান বক্তৃতার মাধ্যমে ইতিবাচক আশ্বাস দেন পার্টনারদেরকে। প্রোগামের এক পর্যায়ে লক্ষ্য অর্জনকারী অংশীদারদের হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্রান্ডের ম্যানেজমেন্টবৃন্দ।

Nagad
Nagad