Print

সারাদিন

বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার আর নেই

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার আর নেই। শুক্রবার (১৭ মে) সকালে বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সদা হাস্যোজ্জ্বল সদাচারী,পরোপকারী মানুষ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে- শুক্রবার (১৭মে) আছর নামাজ বাদ মরহুমের জানাযা শেষে ৩নং সৈয়দকাঠির নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, সৈয়দকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজের সভাপতি ও বানারীপড়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। সমাজ ও এলাকার মানুষের উপকারে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ।


সারাদিন. ১৭মে. আর

Nagad
Nagad