প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ মে) সেমিনারের আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জে-টপ কর্পোরেশন লিমিটেড। বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান তোমোহিদি ইচিগুচি সেমিনারের উদ্বোধন করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মাত্র দুই বছর পরে ১৯৭৩ সাল থেকে জাইকা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে এবং ১৯৮০ সালের পর এটি ৩০০ বিলিয়ন ইয়েন এইদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হয়ে ওঠে। জাইকা দেশের উন্নয়নে ঢাকা এমআরটি প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ৩, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইত্যাদির নির্মাণে অবদান রেখেছে। জাইকা কৃষি খাত, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তির অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ক্রমাগত অর্থায়ন করে আসছে।
সেমিনারে পরিবেশগত বিশুদ্ধিকরণ ব্যবস্থাকে পোশাক শিল্পের জন্য নতুন প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয় যাতে বর্জ্য পানিকে যথাযথ শোধনের মাধ্যমে পুনর্ব্যবহার করা যায় এবং সেই অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব জিয়াউল হক। সেমিনারে উপস্থিত ছিলেন এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান তিনি আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন এবং অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা।
উক্ত সেমিনারে স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিক, কর্পোরেট কর্মকর্তা, অ্যাসোসিয়েশনের সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও এআইইউবি এর ফ্যাকাল্টি সদস্যরা অংশগ্রহণ করেন। সেমিনারের সমন্বয় করেন প্রফেসর ড. মোঃ তৌফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এআইইউবি) এবং পরিচালনা করেন মিসেস শিহো তানাকা, অ্যাডজান্ট ফ্যাকাল্টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এআইইউবি)।