Print

সারাদিন

সিটি ব্যাংকের নতুন ডিএমডি অরূপ হায়দার

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন অরূপ হায়দার। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেল ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।

অরূপ হায়দার ২০১৬ সালে হেড অব ক্রেডিট অ্যান্ড কালেকশনস হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। ২০১৮ সালে তিনি হেড অব রিটেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব নেন।

তিনি ২০০৩ সালে প্রাইম ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ব্র্যাক ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমই ও কনজুমার ক্রেডিট বিভাগে নীতিনির্ধারণী পদে কাজ করেন।

অরূপ হায়দার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Nagad
Nagad