প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪
সারাদিন ডেস্ক
কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের বিইউ-৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণা করা হচ্ছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করে সিআইডি জানায়, ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মন্ডল জানান, এখন পর্যন্ত ওই সেফটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশের মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। যেগুলো কাঁচের জারে লবণ মিশ্রিত পানিতে রাখা ছিল।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আজ বিকেল ৪টার দিকে সেফটিক ট্যাংকের পাইপ ভেঙে মাংসের খণ্ড উদ্ধার করা হয়েছে। মাংসের খণ্ড ভারতে ফরেনসিক টেস্ট করে নিশ্চিত করা হবে—এগুলো এমপি আনারের মরদেহের অংশ কি না।
মোহাম্মদ হারুন অর রশীদ আরও জানান, সেফটির ট্যাংকের পাইপ ভাঙতে কলকাতার সিআইডিকে অনুরোধ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর সেফটির ট্যাংকের পাইপ ভেঙে মাংসের খণ্ড পাওয়া যায়।
এর আগে আজ তৃতীয় দিনের মতো এমপি আনারের খণ্ডিত দেহ উদ্ধারে তল্লাশি চালাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবির হারুন। তিনি বলেন, ‘কলকাতার তদন্তকারী কর্মকর্তারা খুবই আন্তরিকভাবে কাজ করছে। এমপি আনারের খণ্ডিত অংশ খুঁজে পেতে আমরা সঞ্জীবা গার্ডেনসের পাশে হাতিসালা লেকে অপারেশন পরিচালনার অনুরোধ জানিয়েছি। এছাড়া এমপি যে ফ্ল্যাটে ছিলেন, সেখানে কমোডের স্যুয়ারেজ লাইন ভেঙে ফেলার অনুরোধ জানিয়েছি। আশা করছি, কাজগুলো আজকের মধ্যেই হবে। একই সঙ্গে শালা ব্রিজের পাশে খালটিতেও তল্লাশি অভিযান চলবে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জড়িত মূল ঘাতক এবং গ্রেপ্তার জিহাদকে জেরা করে যে তথ্য পেয়েছি, তার আলোকে অভিযান চলছে। আমি মনে করি, ভারত এবং বাংলাদেশের অভিজ্ঞ কর্মকর্তারা পারিপার্শ্বিকতা, ডিজিটাল অ্যাভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে আদালত যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের বিচার করা কষ্টকর হবে বলে আমি মনে করি না।’
আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গত রবিবার কলকাতায় যায় ডিবির তিন সদস্যের একটি দল। ডিএমপি অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দলটিতে আরও রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আবদুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।