প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
সারাদিন ডেস্ক
তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৯জুন) বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।
ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।
এরআগে, সুসজ্জিত গাড়িবহরে অতিথি সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়ে আসা হয় রাইসিনা হিলে। এ সময় সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু নাতনি ও ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। এছাড়া, রাজকীয় এই আয়োজনে সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও উপস্থিত আছেন।
শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে আগামী সোমবার (১০ জুন) দুপুরে দেশে ফিরবেন তিনি।
এনডিটিভি জানায়, মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিবেশী দেশগুলোর বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ভবনে আট হাজারের বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে।
এবারের লোকসভা নির্বাচনে ২৯২টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে তারা চাপে রয়েছে।