প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় যুব সংগঠন ও সিএসও নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ভূরুঙ্গামারী উপজেলা নিকাহ রেজিস্টার সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ উপজেলার ১০টি ইউনিয়নের যুব প্লাটফর্মের সভাপতি, সম্পাদকগণ উপস্থিত ছিলেন।