প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৪
সারাদিন ডেস্ক
কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবদল নেতা শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসিবুরের ওপর হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তিনাথ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, এরই মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।