Print

সারাদিন

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৪

সারাদিন ডেস্ক

হজ ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২০জুন)। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২২৫ জন সৌদি আরবে গিয়ে হজ পালন করেছেন। আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য ধরে সাজানো হয়েছে ফ্লাইটসূচি।

বৃহস্পতিবার (২০ জুন) প্রথমদিনে দুটি ফ্লাইটে ৮৩৯ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রালয়ের হজ শাখা জানিয়েছে, ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস বহন করবে।

গত ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলে। মোট ২১৮টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত হজ ফ্লাইটের সংখ্যা ছিল ১০৬টি। এ ছাড়া সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট চালিয়েছে।

এদিকে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা।

এ নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২১ বাংলাদেশির মৃত্যু হয়। তাদের ১৮ জন পুরুষ, বাকিরা নারী। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা যান।

Nagad
Nagad