Print

সারাদিন

আজ মোদির সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

দিল্লী সফরের দ্বিতীয় দিন আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এ বৈঠকে ১০টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সেই সাথে কিছু চুক্তি নবায়নও হতে পারে। এদিন সকালে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে শেখ হাসিনার। এরপর নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।

পরে ভারতের উপ-রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজেও যোগদান করবেন প্রধানমন্ত্রী। আজ দিনব্যাপী নয়াদিল্লিতে নানা কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুদেশের মধ্যে স্বাক্ষর হয় সাতটি সমঝোতা স্মারক। কথা হয়, বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ-জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও।

এর আগে আজ সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়শঙ্কর লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তার এই সফর আমাদের দুদেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।’

Nagad
Nagad

এর আগে, ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ থেকে ১০ জুনের সফরে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদির সঙ্গে। এসময় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান মোদি।