প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৪
সারাদিন ডেস্ক
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। এ যেন বাংলাদেশের এক অসহায় আত্মসমর্পণ। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের দেয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে জ্বলে উঠতে পারেনি টাইগার শিবিরের তেমন কেউই।
বাংলাদেশের হয়ে ৩২ বলে ৪০ রান করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এছাড়াও তানজিদ হাসান তামিম করেন ৩১ বলে ২৯ রান। লিটন দাস করেন ১০ বলে ১৩ রান। ৪ রান করে কুলদিপের বলে ওলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন তৌহিদ হৃদয়। ৪ রানে ফিরে যান সাকিব আল হাসানও। রিশাদ হাসান করেন ১০ বলে ২৪ রান করেন। পরে মাহমুদুল্লাহ ১৫ বলে ১৩ রানের ইনিংস খেললেও শেষপর্যন্ত রানের পাহাড় ছুঁতে পারেনি টাইগাররা।
সুপার এইটের শুরুটা ছিল হতাশায় মোড়ানো। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি হয়ে ওঠে বাঁচা-মরার। এমন কঠিন ম্যাচে বল হাতে খেই হারান মুস্তাফিজরা। এই হারে বিদায়ের ঘণ্টা বাজল বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে বল হাতে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন তানজিম সাকিব। ৪৩ রান খরচায় রিশাদের শিকারও দুটি। সাকিব আল হাসান নেন একটি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৯৬/৫ (রোহিত ২৩, ভিরাট ৩৭, পান্ত ৩৬, সুরিয়াকুমার ৬, দুবে ৩৪, পান্ডিয়া ৫০*, আকসার ৩*; মেহেদি ৪-০-২৮-০, সাকিব ৩-০-৩৭-১, তানজিম ৪-০-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, রিশাদ ৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ২-০-৮-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, তানজিদ ২৯, শান্ত ৪০, হৃদয় ৪, সাকিব ১১, মাহমুদউল্লাহ ১৩, জাকের ১, রিশাদ ২৪, মেহেদি ৫*, তানজিম ১*; আর্শদিপ ৪-০-৩০-২, বুমরাহ ৪-০-১৩-২, আকসার ২-০-২৬-০, পান্ডিয়া ৩-০-৩২-১, জাদেজা ৩-০-২৪-০, কুলদিপ ৪-০-১৯-৩)।
ফল: ভারত ৫০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হার্দিক পান্ডিয়া।