Print

সারাদিন

তৃপ্তির সঙ্গে ভিকি কৌশলের ‘রোমান্স’-ছড়াচ্ছেন উত্তাপ

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪

সারাদিন ডেস্ক

আম্বানি বাড়ির বিয়ের অনুষ্ঠানে তারকাদম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের পাশে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে। অভিনেত্রী মাস খানেক ধরেই ক্যামেরার অন্তরালে। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে জিজ্ঞেস করেছিলেন, ‘বউদি কোথায়?’ তার উত্তর নিয়েও চর্চার অন্ত নেই। এসবের মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের ‘রোমান্স’ দেখে শোরগোল নেটপাড়ায়।

পুলের জলে ভিকি কৌশলের সঙ্গে বিকিনিতে ধরা দিলেন তৃপ্তি দিমরি। কখনও স্নানঘরে ঘনিষ্ঠ তারা, দু’জনের শরীর থেকেই চুঁইয়ে পড়ছে জল। কখনও জলের তলায় একে অপরের ঠোঁটে-ঠোঁট ডুবিয়েছেন দুই তারকা। যেন তাদের আলাদা করা যাচ্ছে না। এমন বিভিন্ন ভঙ্গিতে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।

খুব শীঘ্রই ভিকি-তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ’ ছবিতে। সেই ছবির ‘জান‌ম’ গানটির ভিডিও প্রকাশ্যে আসতেই যেন অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও দেখে ক্যাটরিনা ভক্তদের প্রশ্ন কোথায় তিনি। কেউ কেউ সেই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ক্যাটরিনা আপনি সহ্য করছেন কীভাবে?’ কেউ আবার লিখেছেন, ‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’ অনেকের ভাষ্য, ‘ক্যাটরিনার কাছে মার খাচ্ছেন না কেন?’

প্রসঙ্গত, ‘ব্যাড নিউজ’ ছবির ‘তওবা তওবা’ গানে ভিকি কৌশল যে ‘জলওয়া’ দেখিয়েছেন তাতে অনুরাগীরা তো মুগ্ধ বটেই, পাশাপাশি হৃত্বিক রোশন, সালমান খানরাও অভিনেতার নাচের প্রশংসায় পঞ্চমুখ।

আগামী ১৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘ব্যাড নিউজ’। তার প্রাক্কালেই ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তি দিমরির রসায়ন লাইমলাইটে! যদিও এসবে পাত্তা না দিয়ে ক্যাটরিনা বর্তমানে দেশের বাইরে কাটাচ্ছেন।

Nagad
Nagad

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে জল্পনা চলছে। বিশেষ করে লন্ডনে দীর্ঘ দিন থাকার সময় এই জল্পনা ঘনীভূত হয়। লন্ডন থেকে মুম্বাই ফিরলেও আড়ালেই থাকছেন ক্যাটরিনা। এমনকি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীতেও ভিকির পাশে দেখা যায়নি ক্যাটরিনাকে।