Print

সারাদিন

আলোচিত ডাক্তার সঞ্জয়ের বদলির আদেশ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

সারাদিন ডেস্ক

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালের সেই আলোচিত সমালোচিত কর্মকর্তা ডা. সঞ্জয় হালদার এর বদলির আদেশ জারি করা হয়েছে।

বিভিন্ন অভিযোগের পরবর্তীতে সতত্যা প্রমানিত হওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে, পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর- রশীদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন দেয়া হয়েছে।

১১ মে জারি করা প্রজ্ঞাপন আদেশ থেকে জানা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল এর ইমারজেন্সি মেডিকেল অফিসার সঞ্জয় হালদারকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন  পদে বদলি করা হয়েছে।

আরও জানা যায়, জনস্বার্থে আদেশ করা প্রজ্ঞাপন জারির তিন কর্মদিবসের মধ্যে কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় চতুর্থ দিন থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

উল্লেখ্য,  বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা না দিয়ে লাঞ্ছিত করে অফিস কক্ষ থেকে বের করে দেয়া, নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাৎ,  অসদাচরণসহ নানা অভিযোগ ছিলো সঞ্জয় হালদার এর বিরুদ্ধে।  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানোর পরে রে তাকে অন্যত্র বদলির আদেশ দেন স্বাস্থ্য বিভাগ।

Nagad
Nagad