Print

সারাদিন

আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটি দুর্বলতা নয়: ডিবি প্রধান হারুন

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটি দুর্বলতা নয়-বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন-আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি, আপনারা ঘরে ফিরে যান।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেব না।

প্রসঙ্গত- আজ বৃহস্পতিবার (১৮জুলাই) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারীরাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন ব্যক্তি। পাশাপাশি এসব ঘটনায় সারাদেশে চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সকালে বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। পরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এছাড়া দিনব্যাপী রাজধানীর বাড্ডা, আজমপুর, হাউজ বিল্ডিং, মিরপুর ও সাইন্সল্যাব, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা।

Nagad
Nagad